আকলনের স্থিতিমাপ তার নজরে কি হতে -
no idea about painter x
পারে, জানার কৌতুহল করে গেছে
দেহের বৃত্ত, পরিপূর্ণ ভাবে
আলোকভেদ্য ! তার
চোখের গহীনে
ছিল গুপ্ত
তৃষ্ণা, অথবা অতৃপ্ত আত্মার প্রতিশোধ, বলা
বহুত মুশকিল, কল্পনার অতিক্রমে তার
বাসনার দুনিয়া, মানবিক কি
পাশবিক, সমস্ত সংজ্ঞা
যেখানে অর্থহীন,
এক জীবনে
হয় ত তাকে বোঝা খুবই কঠিন, তাই প্রতি
মুহুর্তে সমর্পণ, প্রতি ক্ষণে পুনর্জন্মের
প্রক্রিয়া, প্রতিপলে নিমজ্জন
প্রতিবারে ভেসে
ওঠা, প্রতি
নিশি স্বপ্ন শয়ন, পুনরায়ে নবজাগরণ, তবু
ও তার, বুকের গভীর তল ছোঁয়া যায়
নি কোনো দিন, অভিশপ্ত প্রেম
যেন অপূর্ণ চিরকাল,
ধেয়ে যায়
সুদুর বন প্রান্তরে লুকিয়ে হৃদয়ে, খণ্ডিত - -
অনুরণন - -
* *
- শান্তনু সান্যাল
no idea about painter x