সরাসরি ভাবে - -
কোনো জরুরি নয়, তোমার বুকের বেদনার -
কারণ শুধুই আমি, একাকী কাচের
ফুলদানির ব্যথা ফুল গন্ধ
রূপ রং কিছুই হতে
পারে, এই
সুন্দর
অভিযোগের আড়ালে দাঁড়িয়ে আছে শঙ্কিত
তোমার হৃদয় একমাত্র জানে,
আমি কিন্তু ভাসা -
ভাসা নদীর
তীর !
আকাশের রঙ্গে যাই সহজে মিলে, তোমার
মেজাজের খবর রাখি কেমন করে
আমি নিজেই নই নিজের
ভিতরে, চলকে
যাই প্রতি
মুহুর্তে,
বাউণ্ডুলে কি পলাতক আমার অস্তিত্ব চির
অবর্ণিত ! আমাকে নিয়ে তোমার
অভিমত কিছুই হতে পারে,
আমি কিন্তু পুনরায়
শুধাই ওই
বুকের
যন্ত্রণার দায়ী, কোনভাবে ও আমি নই - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsduniya2.blogspot.com/http://sanyalsplanet.blogspot.com/
Cécile Leroy
hope - zen painting