শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩


সরাসরি ভাবে - -

কোনো জরুরি নয়, তোমার বুকের বেদনার -
কারণ শুধুই আমি, একাকী কাচের 
ফুলদানির ব্যথা  ফুল গন্ধ 
রূপ রং কিছুই হতে 
পারে, এই 
সুন্দর 
অভিযোগের আড়ালে দাঁড়িয়ে আছে শঙ্কিত 
প্রেম অথবা অলিক প্রতিশোধ, সেটা 
তোমার হৃদয় একমাত্র জানে, 
আমি কিন্তু ভাসা -
ভাসা নদীর 
তীর !
আকাশের রঙ্গে যাই সহজে মিলে, তোমার 
মেজাজের খবর রাখি কেমন করে 
আমি নিজেই নই নিজের 
ভিতরে, চলকে 
যাই প্রতি 
মুহুর্তে, 
বাউণ্ডুলে কি পলাতক আমার অস্তিত্ব চির 
অবর্ণিত ! আমাকে নিয়ে তোমার 
অভিমত কিছুই হতে পারে,
আমি কিন্তু পুনরায় 
শুধাই ওই 
বুকের 
যন্ত্রণার দায়ী, কোনভাবে ও আমি নই - - 
* * 
- শান্তনু সান্যাল
http://sanyalsduniya2.blogspot.com/

http://sanyalsplanet.blogspot.com/
Cécile Leroy
hope - zen painting 

অস্থায়ী চুক্তি - -

তোমার অদৃশ্য শর্ত যা কিছুই হতে পারে, 
আমি বন্ধনমুক্ত মনোবৃত্তি, আজন্ম 
বেদে, ঘুরে বেড়াই দেশ 
দেশান্তরে, 
তোমার অভিলাষে, দেহের গন্ধ কি বুনো 
ফুলের কাঁচা মৃন্ময়ী সুবাস, ধরা 
মুশকিল, আমি এক চির 
পরিযায়ী আবেগ,
অধরা ! 
কখনো চোখের আগে কখনো নেপথ্যের 
আঁধারে, খুঁজি তোমায় তোমারই 
মাঝারে, এই চৌম্বকীয 
ক্ষেত্রের মধ্যস্থলে 
সব কিছুই 
অফলপ্রসূ, ক্রমশঃ হারায় গুরুত্বের - 
সীমানা, তাই বলি - না তুমি 
পূর্ণ অনুরত, না 
আমার 
পক্ষে সুবর্ণ টেকসইতাই সম্ভব, কেবল 
অস্থায়ী চুক্তি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Emerging Moon Painting by John Williams.jpg