সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

পূর্ণায়ত আয়না - -

মধ্য রাতে কি শেষ প্রহরে, যখন
ফুরালো নিশিপুস্পের অন্তিম
সুবাস কণা, দেহের
ফুলদানী ছিল
খুবই
একাকী, আসলে সবাই নিজের -
ভিতরে কোন একস্থানে
স্থায়ী বাস করে
একাকী !
ওই বৃত্তের মাঝে সাজানো আছে -
পূর্ণায়ত আয়না, সুন্দর
ভাবনার ফ্রেমে
সঠিকভাবে
বসানো,যখন সারা জগৎ ঘুমের
দেশে, তখন অন্তরে জাগে
সত্য প্রতিফলন, সে
সুন্দর কি
কুৎসিত চোখের উপরে নির্ভর -
সে মুহুর্তে প্রতিটি মানুষ
পুরোপুরি আবরণ
বিহীন,
অন্ধকারেও দেখতে পায় সহজে -
নিজের আত্মজীবনী, যেখানে
পুনরায় সংশোধন এক
বারেই নিষিদ্ধ !
শুধুই
হাতে থাকে, অনিশ্চিত সময়ের
কিছু প্রায়শ্চিত্তের  তালিকা -

* *
- শান্তনু সান্যাল


 

 http://sanyalsplanet.blogspot.in/
Hanne Lore Koehler painting