দিও না পুনরায় আভাস, দক্ষিনা বাতাস মম সুপ্তান্তরে /
হারানো সুর খুঁজে স্বরলিপি, আহত সর্ব প্রেমানুভূতি,
দু দিগে বহে নীল জলধারা, মৌন বেদনা মধ্যান্তরে /
জীবনের প্রতিচ্ছবি অঙ্কিত ছিল বহু খন্ডিত প্রাচীরে,
খসে পড়েছে প্রস্তর রঙহীন, বিলুপ্ত ভিত্তি ও কালান্তরে /
প্রাচীন একাকী দেউল রয়েছে কী এখন অরণ্যের মাঝে,
শুনেছি অতৃপ্ত পাষাণী স্রোত, বহে যায় তাহার সমানান্তরে /
পলাশময় ছিল মনের বাতায়ন, বন্য কুসুমিত ভালবাসা ,
ভুলে গেছি রহস্যময় সে বন পথ, ক্রমশ সময়ান্তরে //
-- শান্তনু সান্যাল