বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

মর্মের কবিতা

কোন আলোর স্রোতে ভেসে যায় দেহ ও প্রাণ,
কার প্রণয়ের ছোঁয়া জাগিয়ে রাখে সারা 
রাত অন্তরতমের গন্ধ কোষ, কার 
নিশীথ ডাকে ঝরে বিন্দু বিন্দু 
নীহার কণা, খুলে রয় 
জীবনের উন্মুক্ত 
গ্রন্থ, লিখে 
যায় অদৃশ্য হাতে কে যেন মর্মের কবিতা, কে 
সে জানি না, ফিরিয়ে আনে বারংবার 
মরিচিকার পথ হতে বাস্তবের 
ধরাতলে, স্বপ্ন গুলো 
চায় অনুমতি,
চোখের 
মাঝে গড়তে মধুর পান্থশালা, কার করুণ সুরে 
দুলে যায় কাঁশ বনের নীরবতা, ভেসে রয় 
হৃদয় স্পন্দন, কোন অজানা শান্ত 
নদীর বুকে, জড়িয়ে রুপালি 
জোছনা, কার লাজুক 
আঙ্গুলে খেলে 
ভীরু 
ভালবাসা, জীবন দাঁড়িয়ে রয় একা, চেয়ে রয় 
অবাক নিশি পুষ্পের বীথিকা - - 

- শান্তনু সান্যাল
painting by TosKos