রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২

একাকী জন অরণ্যে - -


রেখে গেছে জানি না কি ভেবে, ব্যথিত 
হৃদয়ে কোমল অনুভূতি, মখমলে 
মোড়ানো যেন স্বপ্নের বহু 
সুক্ষ্ম কণিকা, কোন 
আভাসে ভেসে 
যায় মম 
বেদনার নৌকা, সুদুর আবছায়া উজানে,
সরে যায় তটভূমি দু দিকের, আলো 
হতে শুন্য আঁধারে, জাগ্রত 
কি ঘুমন্ত অন্তর্মনে, 
শান্ত ঝিলে 
ফেলে 
কঙ্কর জ্ঞাতসারে, সে অদৃশ্য মায়া গেছে 
হারিয়ে নিমেষে, জীবন এখন 
একাকী পরিত্যক্ত দ্বীপ,
অজানা ভিড়ের 
অভান্তরে,
* * 
- শান্তনু সান্যাল 


artist Martin Johnson Heade 2
http://sanyalsplanet.blogspot.com/

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

আগামী কাল - -

আমি চেয়ে ছিলাম শুধুই এক মুঠো রোদ্দুর, 
গোলাপী শীতের সকালে, জানালার 
ফাঁক হতে তার হাসির 
খিল খিল শব্দ,
শিশির 
ভেজা গন্ধে টাটকা দিনের প্রারম্ভ, বর্ণহীন 
অলিন্দের বুকে হটাত ধপাস করে,
খবরের কাগজের পড়া, 
ভাঙিয়ে যায় 
কাচিক 
স্বপ্নের ধরাতল, সব কিছু সহজ নয় জীবনে,
মেঘ বিহীন নীলাকাশ, আর চোখে 
পড়ে না, ধুসর রঙের যেন 
পরিপূর্ণ আধিপত্য, 
পৃথিবী ও 
অম্বর দুটিই পারস্পরিক সমীকরণ, সব  
কিছু মিলিয়ে শুকিয়ে চলেছে 
একাকী মনের মানি 
প্লান্ট, এর 
মধ্যেও 
জীবন খুঁজে বেড়ায় সন্ধ্যার আলতো -
আঁধারে তার লাজুক হাতের 
রেখায় নিজের এক 
মিষ্টি আগামী 
কাল - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
water color by Arup Lodh, based in Kolkata 


সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

হৃদয়ের চিত্রলেখ - -

কি যে তুমি চাও সব কিছু পাওয়ার পরে 
প্রায়ই ভাবে, হৃদয়ের চিত্রলেখ, ওই 
আবেশ বিন্দুর সমীকরণ -
কেন যে এত 
জটিল !
চলকে পড়ে পানপাত্র তবুও অভিলাষের 
মন ভরে না, তোমার অন্তহীন 
দাবি, উজাড় করে এই 
ভাবে ভাল বাসা !
সজ্ঞাহীন 
করে যায় জীবনের সংবেদন, জড়িয়ে -
রয় দেহ ও প্রাণে এক অদৃশ্য 
সম্মোহন, যেন মায়াময় 
মধ্য রাতে সহসা 
খুলে পড়ে 
রহস্যময়ী প্রণয় গ্রন্থী, নিঃশ্বাসের সঙ্গে 
ভাসে বন্য সুরভি, ভাবনার 
পুংহরিণ উন্মত্ত ধেয়ে 
যায় জীবান্তকের 
মুখোমুখি !
বারংবার বুকে বিঁধিয়ে বিষাক্ত তীর - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING by KEITH BURNETT






শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২

হঠাৎ সে এক দিন - -

হঠাৎ সে এক দিন জানতে চাইল মনের 
গভীরতা, ভালবাসার পরিসীমা,
জানি না কি যে ছিল তার 
অনুভূতির মাপদণ্ড !
অবাক চেয়ে 
রইলাম !
তখন হয় ত নেমে এসেছিল, সন্ধ্যার - 
অঘনিভূত আঁধার, সেই জলপূর্ণ 
চোখের আলোর মাঝে 
নিজের ভাবমূর্তি 
চেনার 
চেষ্টায়, কখন যে গেছে ফুরিয়ে নিশি -
ফুলের গন্ধ, নিজেই জানি না, 
সে শুধিয়ে গেছে বহু বার
আমার নিরুত্তর 
হওয়ার 
কারণ, নীরবতার বুকে নিঃশব্দ ভাবে 
সে দিন ভেঙে ছিল, কাচিক 
স্বপ্নীল পুষ্পদানি, দেহ 
ও প্রাণের মধ্যে 
সঠিক 
বিকল্প খোঁজা ছিল খুবই কঠিন, আমি 
সে দিন শুধুই এড়িয়ে গেছি 
তার সংক্ষিপ্ত কিন্তু
নিগূঢ় প্রশ্নের 
উত্তর, 
কিংবা 
প্রেমের পরিভাষা ইচ্ছাকৃত ভাবে নিজের 
অনুরূপে বোধ হয় গড়তে 
চেয়েছিলাম, যেখানে
প্রাণের মূল্য 
ছিল 
নগণ্য ও দেহের সত্তা অমূল্য, শুধু মাত্র -
রঙ্গ রূপ, বাহ্য আবরণ, কিন্তু 
বুঝতে পারি নি হৃদয়,
যে গন্ধ বিহীন 
ফুলের 
নিয়তি, কেবল রঙ্গীন কাগজে সাজানো 
বর্ণোজ্জ্বল ছলনা - - 
* * 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


IVAN CHOULTSE OIL PAINTING ON CANVAS 

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২

আনুগত্য ছাড়া - -

নেই পার্থক্য যেখানে ব্যথা ও হাসির মাঝে, 
সেই অনুভূতির মূলবিন্দু, খুঁজতে 
চায় পাগল মন, জানি 
সহজ কোথায় 
তার 
চোখের অনুবন্ধ ভেঙে দূর সরে যাওয়া -
তাই পুনরায় ফিরে আসা আবার 
জীবনের অর্থ খোঁজা, এক 
অনিবার যাওয়া 
আসার 
প্রক্রিয়া, আর তার নির্মেঘ চোখের এক 
উন্মুক্ত পান্থশালা, খুবই কঠিন,
ভাবনার অলিখিত চুক্তির
প্রত্যাহার করা, যা 
কিছু আছে 
সম্মুখীন, ভালো কি মন্দ, সহজ ভাবে -
শুধুই গ্রহণ করা, স্বপ্ন কি বাস্তব 
তার প্রণয়ের মায়া, সে 
নিজেই জানে, এক 
আনুগত্য 
ছাড়া এই মুহূর্তে আমার কাছে কিছুই 
নেই - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
pinting by Veronica Winters 

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২

পুনর্গঠনের সম্ভাবনা - -

অপূর্ণতার দুঃখ নিজের জায়গায়, তা বলে 
কি সব কিছু অর্থহীন ! স্ব বৃত্তের 
বাহিরেও আছে অসীম 
সুখের বিন্দু 
সঞ্চয়ের 
মনোবৃত্তির দরকার প্রতি মুহূর্তে, পরকলা 
নির্মিত ছিল তার প্রণয়ের প্রাসাদ,
ভাঙনের ভিত্তির উপরে 
গঠিত শিল্প, যদি 
গেছে ধসে 
অকল্পনীয় কিছু নাই, নিয়তির নিজের -
অমোচনীয় বিধান, সহজ কোথায় 
পুনর্লিখন, তা বলে সব কিছু 
মিথ্যা, শুধুই স্বপ্ন,
ওই ধ্বংসের 
বুকে ও 
রয়েছে শেষ পর্যন্ত পুনর্গঠনের সম্ভাবনা - 
কিছু লুক্কায়িত বীজকণা, কিছু 
কিশলয় পাতায় ছড়ানো 
শিশির বিন্দু - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
hope - tropical painting - source no idea 




সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

অসমাপ্ত অন্বেষণ - -

আজ বিকেলে ঠিক সূর্যাস্তের পরে সে রেখে 
গেছে হালকা আঁধারে, এক ঝিলিক 
হাসির সঙ্গে নিশিপুষ্পের  
গন্ধে মিশানো 
আগামী 
দিনের পুনর্মিলনের প্রতিশ্রুতি, তার সঙ্গে 
দিয়ে গেছে গোটা জীবনের অনন্ত 
জাগরণ, অশেষ মন্থর 
দহন, অভিশাপ 
কি স্বর্গসুখ !
এখন 
শেষ প্রহরে দেহভস্মের নিচে বিহান খুঁজে, 
অভিলাষের নিবন্ত আবেশ কণা,
ওই সন্ধ্যা ও সকালের 
মাঝে বহে গেছে 
যামিনী 
নামক অধুনালুপ্ত নদী, ইতিহাসের পৃষ্ঠে -
তার কোনো উল্লেখ নাই, এখন 
শুধুই সে এক বিস্তৃত বালু 
চর, ফেলানো রয়েছে 
গায়ে জড়িয়ে 
রুক্ষ 
পাথর, কিছু নাগফণীর ঝোপ, সরীসৃপের 
পুরাতন রঙ্গ বিহীন আঁশের খোল !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by HERMANN OTTOMAR HERZOG 




রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

অভিব্যক্তির মর্ম - -

এইমাত্র সে গেছে ছেড়ে দেহের পিঞ্জর, 
অবশিষ্টের রূপে পড়ে আছে -
আসক্তির কঙ্কাল, তার 
প্রেমের উপাসনা 
ও বাসনার
মাঝে 
জীবন করে সত্য মিথ্যার অনবরত -
সন্ধান, নিজের ভিতরে নিজের 
পুনরুত্থান, খোলা নোঙ্গর 
নির্বাক চেয়ে আছে 
ভেসে চলেছে 
জীবন 
তরী, তরঙ্গিত প্রবাহে একলা বহু দূর 
অজানা উজানের দেশে, সরে 
চলেছে দুরে একের পর 
এক নিজস্ব পরকীয়, 
চেনা অচেনা,
শ্বেত 
শ্যাম সমস্ত অনুভূতি, রঙ্গীন আবছা !
আলো ছায়ার মাঝে খুঁজে জীবন 
এখনো তার সজল চোখের 
অনন্তকালীন নিঃশব্দ 
অভিব্যক্তির 
মর্ম  - - 
* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



tiny-sailing-boat