রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

আসন্ন বিচার - -

তার ভুল ভাঙাবার প্রয়াসে, কখন যে হয়ে 
গেছি সমাকলন অস্তিত্ব, নিজেই জানি
না, অনেকবার  জীবনে অনেক 
কিছু এমন অযাচিত ঘটে 
যায়, যার কল্পনা ও 
করে না মন,
দুরে সরে যাবার চেষ্টায়, খুব কাছাকাছি -
এসে যায় মানুষ, উধাও তখন সব 
কিছু, ওঠা নামা নিঃশ্বাসের 
মাঝে পৃথিবী আকাশ 
যেন একাকার !
আগে পিছে, দৃশ্য অদৃশ্যে, আলো আঁধারে 
শুধুই ভেসে যায় তার একমাত্র 
প্রতিচ্ছবি, সংজ্ঞাহীন 
চেতনাশূন্য !
আবেগ ছুঁতে চায় অভিপ্রেত ভাবে, জ্বলন্ত 
শিখার কম্পিত দহন, উদ্বেগহীন 
জীবন তখন ভুলে যায় 
আতশী ফলাফল,
জড়িয়ে 
নিতে চায় সহজে যা কিছু ভবিতব্যের -
আসন্ন বিচার - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



art by DehCavalieri