মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২


আলোর নির্ঝরিণী

মনের তুলিকা শুকাই  নি কোন দিন,
ভিজিয়ে  গেছে মধু ঋতু বহু বার,
নদীর সেই  বাঁকে  ছিল 
ঘূর্ণি স্রোত, তবুও 
চেয়েছে 
দেখতে জীবন, গহন তরঙ্গিত উপত্যকা !
অনেক কিছু পাওয়ার আশায় 
অনেক সময় যা থাকে 
সেও যায় সহজে 
হারায়ে, 
তার  প্রেমের সার্থকতা ছিল বলেই, মনের 
উপবনে ফুটে রয় বিরল, দুর্লভ,
 কুসুমের  বীথিকা, মুচকি 
হাসির সুরভি, প্লাবিত 
করে  অন্তরতম 
অনন্ত বোধ,
তুলে বুকে টেনে রাখে আহত আবেগ, পাওয়া 
না পাওয়ার আকলন ছিল নিরর্থক,
পলাতক স্বপ্ন খুঁজে অভয় 
আঁখির পান্থশালা,
দিগন্ত রেখায় 
মেঘেরা, 
এঁকে গেছে রঙ্গীন আল্পনা, সূর্যের প্রাঙ্গণে খেলে 
এখন শিশু অগ্নিশিখা, অঞ্জলি দিয়ে 
চলেছে নিসর্গ, অদৃশ্য দেবতার 
পদতলে,তার পরশে ছিল 
অভিমন্ত্রিত দিব্য 
বশীকরণ  !
তাই 
দেহ ও প্রাণে অকস্মাত জাগিয়ে গেছে আত্ম মন্থন,
এখন জীবন ঝরে যেতে চায় শিউলির 
 মত নিরব পৃথিবীর বুকে, নিয়ে 
মনের শিশির বিন্দুর আর্দ্রতা,
গন্ধ গুলো যাক ছড়িয়ে 
বৃহৎ ভাবে  বায়ু -
মণ্ডলে, 
রচুক মেরুপ্রভা প্রণয়ের শাশ্বত, চিরন্তন 
আলোর নির্ঝরিণী - - - 

- - - শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/