মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

আঙ্গুলের ডগায় - -

ওই তমসাবৃত চিলেকোঠায়, তার হৃদয়ের 
অদৃশ্য কোণায়, কোনো এক দুর্বহ -
সেঁতসেঁতে সন্ধার, ক্লান্ত 
মুহুর্তে, রেখে 
ছিলাম,
কিছু বিস্মৃত উপহার, সে আজ জানিয়ে -
গেছে অকস্মাৎ, তার টেকসইতা,
প্রেম ও আকর্ষণের তফাৎ,
দেখিয়ে গেছে সজল 
চোখে,
আঙ্গুলের ডগায় বিদ্ধ ভাঙা কাঁটার ফাঁস,
মৌন চেহারায় শুধিয়ে গেছে 
দীর্ঘ প্রণয়ের পরিভাষা,
আমি নির্বাক 
শুধুই 
চেয়ে রইলাম, তার চোখের ভাসন্ত দ্বীপ,
কিছু স্মৃতির নিষ্প্রভ জোনাকির 
ঝাঁক, নিরুত্তর জীবন 
তার আগে তখন 
কেবল 
ধু ধু মরুভূমি, চায় পুনরায় শ্রাবণের - -
একটানা বৃষ্টি - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by ANNA RAZUMOVSKAYA