ঝাপসা কাচের জানালা, অথবা চোখ দেখতে
চায় না বাস্তবিকতা, বড়ই অন্তর্মুখী
হৃদয়ের সেই মুখচোরা মানুষ,
নিজের মাঝে নিজেকে
গুটিয়ে রাখতে
চায় সর্ব
ক্ষণ, আসলে সবাইর থাকে কিছু না কিছু বাধ্য
বাধকতা, জীবন তা বুঝে না, হতে চায়
আকর্ষণের কেন্দ্র বিন্দু, বাসনার
জ্বলন্ত নথি নিয়ে বুকে জেগে
রয় সারা রাত, হাতের
আঁকা বাঁকা
রেখায় খুঁজে নিয়তির কাল্পনিক ঠিকানা, এক
অবুঝ সন্ধান, অরণ্য পথ, নদীর মোহানা
হতে সাগর তলের যাত্রা, অশেষ
অনুসন্ধান, জীবনে জড়িয়ে
আনে পরিচিত আঘাত,
পুনরায় খুঁজে
তথাকথিত জীবনদায়িনী প্রলেপ, পুনরায় - -
আত্মদহন ! ক্রমাগত বহু বিন্দু যে
কোনো দিনই সরল রেখায়
পরিবর্তিত হয় উঠে
না, এক ফোঁটা
জলের
পিপাসা নিয়ে অধরে, দাঁড়িয়ে রয় উচ্ছলিত
মহাসাগর তীরে !
* *