আরশির আগে হেরে যাই বারে বারে, কি ভাবে
stairs 2 no idea about painter
বোঝাই আমি সে নই, যার সন্ধানে দিবা
নিশি সে খুলে রাখে প্রতিফলনের
দ্বার, খুঁজে ছারখার
চেহারায়
কিছু পুরাতন উবর ভূমি, আকুঞ্চিত মুখে -
নোনা, ধুসর, মরুভূমির ছাড়া কি
বা আছে, সে অবশ্যই
জানে সব কিছু,
তবু ও
জানি না কেন, সে জেনেশুনে ও ভালবাসে - -
আমায়, তার এই প্রেম কি আত্মঘাত !
ফিরিয়ে আনে ডুবন্ত অস্তিত্ব
আমার, তার চোখের
আলোয় হয় ত
আছে এক
অদ্ভুত প্রতিবিধান, রক্ত ঝরিত দেহে উঠতে
চায় জীবন, জানি না কোথায়, সেই
ঝুলন্ত সিঁড়ির ধাপ মোহে
বারে বারে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
stairs 2 no idea about painter