শনিবার, ৩০ জুন, ২০১২


অজেয়

সেই চলন্ত কাষ্ঠল চক্রে ছিল বাঁধানো 
ভালবাসা, নিয়তির হাতে ছিল 
ধারালো ছুরি, আপন পর 
সবাই তখন বিমুগ্ধ 
দর্শক বৃন্দ !
নির্বাক চেয়ে রইলো ভাবের খেলা, না, 
রক্ত ঝরে নি, চিত্কার ওঠে নি,
পৃথিবী থামে নি, আকাশ 
স্থির ছিল শুন্যে,
প্রগাঢ় ঘন 
আঁধারে সহসা সে প্রকাশিত সত্য নিয়ে 
বুকে, নেমে আসলো রঙ্গভূমির 
মাঝখানে, মৃত্যুর মলিন 
মুখে তখন বিস্ময় -
রেখা প্রসৃত, 
প্রণয় স্রোতে ভেসে চলেছে পার্থিব শরীর !
দূর দিগন্তে - -

- শান্তনু সান্যাল
Monocerotis

শুক্রবার, ২৯ জুন, ২০১২


শিশুবত মন 
কোন অদম্য জিজীবিষা, ফিরিয়ে আনে বারে বারে,
যেন ফেলে যায় মহাসাগরের উর্মিমালা ধরণীর
বুকে; অবহেলিত রূপে, সেই জীবন সৈকতে, 
খুঁজে পাই তার সিক্ত প্রণয়ের বালুকা 
ভূমি, হাজার স্বপ্ন নিয়ে সে বসে 
রয় সাগর তীরে, বাড়িয়ে 
দুটি হাত বলে - এখনো 
অনেক কিছু বাকি,
বহু গন্তব্যের 
ঠিকানা প্রতীক্ষারত,এখনো বুকের মুক্তা ফিরে পাই 
নি অমূল্য ফিনিক, জীবনের বিস্তর ভূভাগে; 
আজ ও কিশলয় ভাবনা চেয়ে আছে;
সূর্যের প্রথম কিরণের অনুদান, 
অনেক সুপ্ত কুঁড়ি ফুল 
হয়ে ওঠি নি, 
কত শিশির বিন্দু এখনো প্রতিফলন হারা, শুকিয়ে -
যায় নিশান্তে, কত জলসমিরণ বহে যায় 
অনর্থক ভাবে, মেঘের রূপে আর 
বদলাতে পারে না, শিশুবত 
মন স্বপ্ন দেখে প্রায়, ওই 
নতুন চাঁদের বিম্ব 
ভাসে পুকুরে, 
ভরতে 
চায় জীবন, অন্তর্মনের গভীরে,এক মুঠো জোছনার 
আলো - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Lotus Rising Painting by John Lautermilch 

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২


হারানো বৃষ্টি 
অনেক বিলম্বের পরে হয় ত সে বুঝলো, সজল 
আঁখির মর্ম, ততক্ষণ উড়ে গেছে মেঘের 
জুয়ার সুদুর কোন অজানা দেশে, 
ছেড়ে গেছে পিছনে এক 
মহা জনশুন্য মরু 
প্রান্তর, ঝরা 
কিছু 
ফণীমনসার কুসুম, ধু ধু মরিচিকার ভিতরে -
সে এখন খুঁজে ভালবাসার ছায়াময় 
পথ, চোখের ওই শীতলতা 
হারিয়ে সে যেন পূর্ণ 
বিভ্রান্ত, আকুল 
হরিণী !
আশাভরা নয়নে চেয়ে থাকে ধুসর আকাশের 
দহন, প্রখর গ্রীষ্মের দুপুরে বসে রয় 
বালিয়াড়ির ধারে, বুকে নিয়ে 
মরুভূমির উত্তাপ, এক 
অদৃশ্য দাহন,
কিছু 
অমূল্য মুহুর্তের হাতছাড়া মন, লিখে যায় -
ঠিকানা বিহীন চিঠি শ্রাবণের নামে,
খসে যাওয়ার তপ্ত বালির 
ধরাতলে - - 
- শান্তনু সান্যাল 
art by Phoebe Brunner

বুধবার, ২৭ জুন, ২০১২


আদিম রাত্রি 
আবার সেই রাত নিয়ে হাজির, সম্মোহনের 
কবচ খানি, জোছনায় দ্রাবিত মোহন -
মালা, বন্য ফুলের মদির গন্ধ,
পুনরায় সে নিয়ে যেতে 
চায় প্রাক্কালীন 
কন্দরায়, 
ভাবপ্রবণতা হারিয়ে, পুনশ্চ জীবন খুঁজে -
কস্তুরী নির্গত নাভির মূলবিন্দু, 
মৃগতৃষ্ণা নিয়ে বুকে ধেয়ে 
যায় স্বপ্নময়ী হরিণ,
একটানা ধাবন,
নিরন্তর 
জাগরণ, সুদুর সরে চলেছে বিহানের ফিকে 
আলো, রাত জড়িয়ে আছে নিখিল 
অস্তিত্ব, চেতন অবচেতন,
দেহ ও প্রাণ, ফেলে 
চলেছে ইন্দ্রিয় 
বশীকরণের অভিমন্ত্রিত, মায়াবী মৃগজলের 
ছিঁটে, গলিয়ে দিতে চায় ক্রমশঃ বলিষ্ট 
বক্ষস্থলের লৌহময় আবেগ 
বিন্দু বিন্দু - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/




art by Laura Milnor Iverson

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২


শিখাবিহীন মোম
উদাসীনতার কারণ খুঁজতে চায় না মন, তাই সহজে 
খুলে দিলাম বন্ধ বাতায়ন, নিঃশ্বাসের ঘনীভূত 
বেদনা নিয়ে চোখে, সে চেয়ে আছে শুন্যে,
ওই শুন্যের মাঝখানে সাজিয়ে দিতে 
চায় হৃদয়, আকাশগঙ্গার আলো,
ভরে দিতে চায় তার রিক্ত 
বুকের মাঝে জীবন্ত 
স্বপ্নের গরিমা, 
স্পন্দনের তরঙ্গে ভাসিয়ে দিতে সর্বস্ব, যেন অগ্রসর 
এই জীবন, সিক্ত পলকের উপরে থেমে আছে;
কিছু রঙ্গীন বিন্দু, বোধ হয় সে জানে 
না, কাজেই সে মুখ ফিরিয়ে
চলেছে অজানা পথে 
একাকী, ক্লান্ত 
স্ব বিসর্জনের পথ হতে ফিরে যদি সে আসে, কোনো 
ভাবে, সুতরাং এই মুহুর্তে অস্তিত্ব চায় নিজে 
কে পুড়িয়ে দিতে, কারণ খুবই স্পষ্ট,
শিখাবিহীন জীবন শুধুই এক 
রুক্ষ মোমের ধরাতল,
বিরূপ পরিত্যক্ত 
অস্থি পিঞ্জর - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


art by Marina Petro 

সোমবার, ২৫ জুন, ২০১২


অপরূপ মায়া 
কিছু স্নায়বিক, কিছু অধীর রয়েছে বুকের মাঝে 
ভাবনা, শুধুই দেখতে চায় দূর থেকে হৃদয়;
সে যেন দামী, কাচের, বহিরাগত এক 
জোছনা রঙ্গী পাত্র খানি, তার 
প্রতিফলিত আলোকে 
ডুবে চলেছে 
ক্রমশঃ 
জীবনের আঁধার সঘন, ঘোরের তরঙ্গে দেহের -
নৌকা, প্রান্ত অভাগা, খুঁজে চলেছে যেন
নোঙ্গর বিপনী, সরে যায় হাত 
বাড়াতেই স্বপ্নের তটভূমি,
দিশাহারা অন্তর্মন 
নির্বাক তখন 
চেয়ে আছে, নদীর বুকে ভাসন্ত, স্ফুরিত ঢেউর 
স্বরলিপি, অবিরত, তার প্রণয়ী চোখের 
স্রোতে বহে চলেছে সব কিছু, মাংস 
পেশী, হৃত্পিণ্ড, স্নায়ুগ্রন্থী, 
বিবেক অবিবেকের 
দ্বন্দ্ব, পৃথিবী 
আকাশ 
অন্তরিক্ষের রহস্য রোমাঞ্চ, সমস্ত সৃষ্টি - - 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Cynthia (Streit) Mazzaferro

রবিবার, ২৪ জুন, ২০১২

সরাসরিভাবে স্বীকারোক্তি

"নিঃস্বার্থ ভালবাসার গুণগান শুনতে আর ভালো 

লাগে না, পতঙ্গ আর জীবন্ত শিখার মাঝের 
সেতু কোনো দিনই টেকসই হয় না," 
সে নিকটে এসে স্পষ্ট বুঝিয়ে 
গেছে, আবরণের 
ভিতরের 
বাস্তবিকতা, প্রবলভাবে প্রতিফলনের ডগায় নগ্ন 
বসিয়ে জানিয়ে দিয়েছে " এই প্রান্তের 
নিচের ভূমি স্বপ্নের ভূমি নয়;
বরং কাঁটা ভরা মাঠ," 
এখন সিদ্ধান্তের 
পালা 
তোমার হাতে, কাছে আসার আগে সরে যাওয়ার 
বিকল্প উন্মুক্ত, তাই যবনিকা ওঠার পূর্বে 
যত পারো নাটকের পংক্তি মুখস্থ 
করে ফেল, পরে আর কি 
সময় পাবে, জ্বলন্ত 
রঙ্গমঞ্চে পা 
দেওয়ার পরে ফিরে আসা মুশকিল, কেবল অন্তহীন
দহন, পৃথিবী হতে আকাশের পথে একাকার 
ধূম্র বৃত্ত, নিয়তির  মন্ত্র মুগ্ধতার মাঝে 
জীবনের বাজি - - 
- - শান্তনু সান্যাল 
 

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

প্রতিফলন বিহীন আয়না

জীবন্ত দহন নিয়ে দেহে সে ঝলসিয়ে যেতে 
চায়, পুরুষালি কায়া, হাড় মাংস,
লোমছিদ্র হতে আন্তরিক 
অংশের ভিতরে, 
ভাবনা 
অভাবনার মূল্য তার কাছে বৃথা অরণ্য -
রোদন, তার মনোভাবে প্রকৃত 
প্রণয় শীর্ষে, দুই দেহের 
মিলন বিন্দুর মুখে 
দাঁড়িয়ে রয় 
চরম 
অভিলাষা, ওই আদিম প্রেমের পরিভাষা;
হয় ত তথাকথিত সভ্য সমাজের 
কাছে অশ্লীলতা, নেহাত 
ভোগ লিপ্সা, কিন্তু 
কোথায় যেন 
সে বিশুদ্ধ
সত্যের করে প্রাণ প্রতিষ্ঠা, নামিয়ে দিতে 
চায় মুখোশের সত্তা, শরীর থেকে 
নির্গত আত্মার খোঁজ তখন 
এক বিরাট প্রশ্ন চিহ্ন,
দেহের মাঝে 
পৃথিবী,
আকাশ, মহাসাগর, নীহারিকার আলো, অজ
 বীথি, নিঃশ্বাসের সেই জগতের বাহিরে 
কেবল মরিচিকা, স্পন্দনের 
সমাপ্তির পরে অভিন্ন 
শয্যাসায়ী মানুষ 
করে চাপা 
আতঙ্কিত ঘৃণা, শরীর নিয়ে যাবতীয় হিংসা 
প্রতিহিংসা, আচার বিচার সব কিছু 
অর্থহীন, প্রাণ বায়ু যখন হয়
উঠে বিলীন, তার ওই 
পারদর্শী দর্পণে
পরাবর্তন 
যায় থেমে, ভেসে উঠে উলঙ্গ শরীর চোখের ঠিক 
সামনে, সেই আবরণ বিহীন জীবন 
শুধিয়ে যায় দেহের বাস্তবতা,
খুলে খসে পড়ে স্তর প্রতি 
স্তর ছদ্ম যবনিকা,
ক্রমশঃ 
আঁধার হতে দেহ ভেসে যায় অজানা আলোর স্রোতে !
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

  
Painting by Sena Wilson 

বুধবার, ২০ জুন, ২০১২


রহস্যময়  স্পর্শ 
অবিরাম সেই বৃষ্টি ঝরার রাতে; দেখে ছিলাম 
তাকে, আকুঞ্চিত নিজের মাঝে; দাঁড়িয়ে 
আছে হৃদয় অধিশ্রয়ে, নিয়ে অনেক 
দিনের উত্তাপ বুকে; অব্যক্ত 
কিছু অভিযোগ চোখে,
সেই বিমোহিত 
মুহুর্তে;
অভাবিত ক্ষণে; জীবনের আঁকা বাঁকা পথ -
সহসা হয়ে উঠে ছিল এক সরল রেখা,
তার তির্যক চোখের আলোয়; 
অস্তিত্ব তখন ক্রুশ বিদ্ধ,
হারিয়ে চলেছে 
মৌলিকতা,
ওই আর্দ্র আঁধারে; তাকে ছোঁয়ার অভিলাষে -
জীবন গেছে বহু দূর; এক কুয়াশা ভরা 
অরণ্য পথে, লৌকিক অলৌকিক,
স্বর্গ নরক, ভালো মন্দ, সব 
কিছু বিসর্জিত করে,
শুধুই তার বিম্ব 
নিয়ে বুকে,
অনন্তকালব্যাপী; তৃষ্ণা জাগিয়ে অন্তর্তমের  
ভিতরে, সেই থেকে বিমুগ্ধকারী 
অনুসন্ধান - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/





ART BY TIM OHLIGER 

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২


ডুবন্ত আঁখির তীরে - - 
সে আজ ও চেয়ে থাকে ডুবন্ত আঁখিতে; আমি 
আজ ও অভিমন্ত্রিত তার শাশ্বত
সম্মোহনে, সে এক দাগ 
বিদারণ, ঢাকতে 
গিয়ে খুলে 
যায়
বারে বারে হৃদয়ের আবরণ, সে আজ ও কাল
বৈশাখী, ধরে রাখি বুকে আমি তৃণ 
কুটির সাধারণ, তার চাহনির 
গভীরে  জীবন ভেসে 
উঠে, নিয়ে নব 
কামনা, 
আমি সান্ধ্য তারা থাকিতে চাই তার নয়নে,
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/



Painting by John Cox 

সোমবার, ১৮ জুন, ২০১২


সুদুর কোন প্রান্তরে - -
অনেক দূরে, পৃথিবী ও শুন্যের মাঝে, দিগন্ত 
রেখার উপরে, কে নীল রঙ্গে লিখে যায় 
জীবনের নিখোঁজ কবিতা, মেঘের 
গায়ে ভেসে উঠে, কার আর্দ্র 
ভাবনার আঁখি, ঝরে 
বিন্দু বিন্দু 
সারা
রাত আকাশ, চেপে রয় বুকে দহন জ্বালা, কে 
সে চির বিরহিনী করে আপনমনে 
চিতা ভস্মের শৃঙ্গার, কার 
সুরে ভেসে রয় মৃদু 
নিশিগন্ধার 
সুরভি, 
কোন রাতজাগা পাখির ডাকে কেঁপে উঠে 
মালতী বৃন্ত, জানি না কার সন্ধানে 
উড়ে যায় ভাবনার মেঘ দল,
কার মরু অঞ্চলে চায় 
অঝর বর্ষণ, 
জীবন 
শুধুই খুঁজে যজ্ঞের বেদী, শুন্য হাতে লয়ে 
প্রণয়ী অর্ঘ্য - - 
- শান্তনু সান্যাল
painting by Jessica Libor

রবিবার, ১৭ জুন, ২০১২


চাণক্যের দেশের মানুষ - - 
তারা সবাই চাণক্য, উঠিয়ে ফেলে নিজের পথের কাঁটা 
অন্যের প্রাঙ্গণে, অন্যান্য নিরুদ্ধ প্রতিবেশী বাস 
করে নিরব রূপে বিষধরের পাসে, ওই 
গর্তের ভিতরে নাকি আছে 
অগণ্য মণি মাণিক,
বিষরোধক 
কে বা 
আছে যে ছুঁতে যাবে মারাত্মক খোঁচা, শুধুই অবেলার 
ক্রান্তি নিয়ে বুকে, ঘুরে ফিরে আসে মিছিলের 
পুরোধা, যখন গাছের সমস্ত কলরব 
যায় থেমে, আঁধারে বেশ গল্প 
করে, নব অনুবন্ধ করে, 
আরো বিষ ঢালে 
পড়সির বুকে,
ঘুমন্ত গর্তের বাসী জানতেই পারে না, অপ্রত্যাশিত 
দাবানল কোথায় হতে উঠলো, শুধুই 
নিয়তির অভিশাপ ভেবে, করে 
দেশান্তর সারাটা জীবন,
হয় উঠে কালান্তরে 
পথের মানুষ,
উদ্বাস্তু,
নিজের দেশে, নিজের ভূমির দলিল তারা আর খুঁজেও
পায় না - - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Painting by Leon Richet 

শনিবার, ১৬ জুন, ২০১২


বহিরাগত আপনজন 
সমস্ত গণনা, যাবতীয় ভবিষ্যদ্বাণী কিছুই কাজে 
লাগে নি, নিয়তির আগে হস্ত রেখা ছিল 
নির্বাক, যখন থামল সময় চক্র;
আপন পরের বিরোধিতার 
মাঝে অকস্মাত সে 
উধাত্ত, লুপ্ত -
প্রায় !
সেই জীবের ইষ্টিপত্র পাতায় শুধুই রয়ে গেল তার 
আবছা নাম, সময়ের সঙ্গে সেও গেছে সরে 
উপান্ত রেখার বাইরে, মৌসুমের 
পরিবর্তনের সাথে সে 
এখন স্মৃতির 
আঁধারে 
রয়েছে অবহেলিত পড়ে, মাঝে মধ্যে সে দাঁড়িয়ে 
রয়ে কাচের দরজার পারে, সব কিছু দেখে 
স্পষ্ট, হাসি খুশির ঢেউর মাঝে সে 
খুঁজে তার চেহারা, শৈশব 
থেকে অন্ত প্রহর 
পর্য্যন্ত, 
কই, সে ত কোথাও নাই, শুধু এক শুন্যতা ঘিরে 
রয়েছে চারদিকে, উত্সবের শেষে, সব 
পরিচিত হাসির মাঝে, সে তুলে 
চলেছে অদৃশ্য, মেঝের 
উপরে ছড়ানো 
কিছু 
কাচিক টুকরো, ভালবাসা কি স্বপ্নের খণ্ডিত বহু 
অংশ, বোঝা মুশকিল - - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
stairs 1 

শুক্রবার, ১৫ জুন, ২০১২


পতঙ্গের জীবনী 
ওই মুখোশের খেলা খেলতে গিয়ে দেখি; 
যা কে ধরেছি বন্ধ চোখে সে আর 
কেউ নয়; আমার অভিন্ন 
বন্ধু, নিয়ে হাতে 
আগ্নেয়
অস্ত্র খানি; পথ চেয়ে আছে  আমার, ওই 
অন্ধকুপে ঠেলে সে এখন কৃত্রিম 
অশ্রুময় চোখে দেখাতে 
চায় নিজেকে 
নিষ্পাপ,
তার বিষাক্ত সৌন্দর্য্যের কাহিনী কোনো 
কল্পনা নয়, লাটানা ফুলের গায়ে 
সে ঘুমিয়ে রয় পুষ্পরজ 
মেখে সমস্ত দেহে,
একাকার, 
মৃগ বৃন্দ ধেয়ে যায় যেমন জীবান্তকের 
মুখোমুখি, নিরীহ ভালবাসা আমার 
থামতে চায় না বিঁধে বুকের
মাঝে অগ্নি শূল, সেই 
মধুর ব্যথায় 
আছে 
লুকানো মৃত্যু উপরান্তের জীবন - - - 
- শান্তনু সান্যাল 
latana flower 



বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২


পরম সত্য
উপান্তে ফেলানো ওই প্রস্তর খণ্ডের মাঝে ও
আছে অজানা নিঃশ্বাসের জগত, নদীর
অভিমান; শ্রাবণ ধারায় সীমাবদ্ধ,
উষ্ণকালে গুটিয়ে যাওয়া
তার নিয়তি, সে
অনুপায়,
সৃষ্টির ভাষা খুবই দুরূহ, হিমশৈলের নিচে
ভেসে রয় জলজ পৃথিবী, কপালের
তরঙ্গে অগোচর ডুবো নৌকা
কখন যে উত্থিত হয়ে
উঠবে কেউ তা
কি জানে,
জীবনের গন্তব্য অনেক সময়ে সম্মুখীন,
তাদের অবহেলিত চোখেই লুকিয়ে
ছিল সফলতার দৃষ্টান্ত, যে
খুঁজে পেল সেই অমূল্য
মণি, তার ভাগ্যে
আছে রাজত্ব
অবশ্যম্ভাবী, হয় ত আজকের দিন তোমার,
আঁধার পেরিয়ে সূর্যের আগমন
কিন্তু পরম সত্য - -
- শান্তনু সান্যাল

flowers 1

বুধবার, ১৩ জুন, ২০১২


সংকোচনের অর্থ 
সূর্যের নিমজ্জনের পরে ভেসে উঠে ছিল 
রঙ্গীন সান্ধ্যধারা, আলোর স্রোতে 
দু কূল ভাসিয়ে ধরতে চেয়ে 
ছিলাম তার ভাসন্ত 
প্রতিচ্ছবি, 
সাগর পারের স্বপ্নগুলো খুবই জেদী, 
জোর করে রেখে গেছে নানান 
পুষ্পিত ভাবনার ঝুলি, 
মখমলি আবরণে 
মোড়ানো 
কিছু প্রণয় গন্ধ, কিছু মধুর প্রতিশ্রুতি, 
বালিশ তলায় জেগে আছে 
স্মৃতির অ্যালবাম
কিছু শ্বেত 
শ্যাম 
জীবনের ছবি, হয় ত মধ্য রাতে হেঁটে 
যাবে ভালবাসা; বুকের পাঁজর 
পার করে, খোলা জানালা 
পেরিয়ে, জোছনার 
দেশে, তুলতে 
কিছু 
বন্য কুসুম, ভরতে হৃদয়ে নব সম্মোহন,
জানি না সকালের আগে ফিরে 
পাবে জীবন হারানো 
নিঃশ্বাস, তার 
লুপ্তপ্রায় 
অনুমোদন, আশার নদী অনবরত সজলা,
সংকোচনের অর্থ বোঝে না - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
  
night 1

Art Print by Dan McCarthy

মঙ্গলবার, ১২ জুন, ২০১২


উদীয়মান জল বিন্দু - - 
ধীর দহনে জ্বলেছে বৈরাগী মন সারা রাত, 
জোছনার রুপক দিয়ে সরে গেছে 
ক্রমশঃ আঁধার, ওই আদিম 
গুহার মুখে জীবন ছিল 
দাঁড়ানো অনেক 
ক্ষণ একা,
সে যখন আসলো কাছে, তখন নেত্রপল্লবে 
ঢাকা রইলো স্বপ্নীল আকাশ, বৃষ্টি 
পুনরায় ঘনীভূত, হয় ত 
ছুঁয়েছে আবেগী মেঘ 
নিদ্রিত শৈল
শিখর, 
উপত্যকার বুকে ছড়িয়ে রইলো ঘন কুয়াশা, 
চাঁদ উঠেছিল কিংবা তার রূপের ছিল 
প্রতিফলন, অধর তীরে সে রেখে 
গেছে কিছু উষ্ণ আর্দ্রতার 
আভাস, বক্ষ স্থলে 
উদীয়মান
সজল 
কিছু প্রণয় বিন্দু, কিছু কম্পিত অনুভূতি - - -
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
drops 1

সোমবার, ১১ জুন, ২০১২


নিয়তির বিবেচনা 
জবাবদিহির মঞ্চে তারা ছিল মুখোমুখি; প্রশ্নের 
তালিকা অন্তহীন, সেই শুন্য ধরাতলে 
আনত মাথার মাঝে আপন পর 
সবাই ছিল শামিল, মৌন 
দেবতার পদ তলের 
অর্ঘ্য, তখন 
অর্থহীন, 
নিয়তির দাঁড়িপাল্লার মাঝখানে ঝুলে রয়েছে 
তখন জীবন, ওই সারির মাঝে লুকানো 
মুখের রং ফেকাসে, আন্তঙ্কিত, 
সেই চেহারাটা একদিন 
উত্কট হাসির 
সঙ্গে 
লুন্ঠন করে গেছে নিরীহ মানুষের দেহ, মন যা 
ইচ্ছা তা, ওই বীরব্রতী অশ্বরোহী এক 
দিন উধ্বস্ত করে ছিল দীনহীন 
প্রজার বসতি সেই আজ 
দুই হাত বাড়িয়ে 
অনুকম্পার 
প্রার্থী, 
সে আজ নিরুপায়; মৃত্যুর প্রান্তে খুবই একাকী - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
eclipse - painting by Marina Petro 

রবিবার, ১০ জুন, ২০১২

পুনরায় জীবিত

কাল রাতের শেষ প্রহরে; চাঁদ ঢলার ঠিক আগে,
অর্ধ ঘুমন্ত চোখে ; সে করে গেছে আবিষ্কৃত 
নতুন মনোভাবে, জীবনের সমস্ত 
উপেক্ষিত অফলা ভূমির 
জিজ্ঞাসা, বুকের 
তৃষ্ণার্ত
অঞ্চলে পুঁতে গেছে সে জীবন্ত চারা, নামবিহীন 
কিন্তু গন্ধময় অনুভূতির আরোহী লতা,
আবেগের ধরাতলে রেখে গেছে 
নিঃশব্দ পায়ে কিছু অদ্ভুত 
সজল আলোকিত 
বিন্দু !
আত্ম বিভোর রূপে ধরে রাখতে চেয়েছে হৃদির 
মাঝে আমার ব্যথিত ভাবনার পথিক,
আশ্চর্য্য ভাবে সে হয় উঠেছে 
নীলকন্ঠি ভালবাসা,
মৌন করেছে
গরল পান, 
অভিশপ্ত পাষণ বিগত রাতে পেয়েছে শাপ মুক্তি !
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/




art  - by B.F. Postel

শনিবার, ৯ জুন, ২০১২


সে যখন তাজমহল 
মায়াবী স্বপ্ন বা কল্প লোকের কাহিনী সেটা নয়, 
জীবন্ত রাতে সে হয়ে উঠেছিল চন্দ্রপ্রভায় 
সিক্ত তাজমহল, নির্বাক আবেগে  
চেয়ে রইলাম আমি, অদ্ভুত 
সম্মোহনের জাফরি
ছড়িয়ে আছে 
যেন 
তার সম্পূর্ণ দেহে, মরিচিকার জলস্রোতে সে 
ভাসিয়ে নিতে চায় সমস্ত ওজস্বিতা,
পৌরুষ গ্রন্থী ধীরে ধীরে খুলে 
চলেছে তখন গোপন 
ঘনীভূত 
কস্তুরী গন্ধ, সে ক্রমশঃ রাত্রি শেষে, বহিয়ে 
নিয়ে গেছে অনেক দুরে, কোন এক 
নির্জন দ্বীপে, উন্মুক্ত আকাশ,
আবরণ বিহীন বসুধা,
জোছনার অবিরল 
ধারা ভিজিয়ে 
গেছে 
অন্তর্মন হতে যাবতীয় গন্ধ কোষের জগতে !
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

tajmahal by artist Colin Campbell Cooper.jpg

শুক্রবার, ৮ জুন, ২০১২


স্মৃতির সৈকতে 
দিগন্ত পারে  ভেঙ্গেছে ; প্রাক মৌসুমী মেঘের দল, 
মাঝে মাঝে তাই ভিজে আসে; ভাবনার 
তপ্ত সমীরণ, সে পাঠিয়েছিল 
স্বপ্নের হাতে সুরভিত 
চিঠি; সিক্ত গন্ধ 
কেবল 
রইলো বুকের ভিতরে, মুছে গেছে জীবন্ত শব্দের 
চিত্রাঙ্কন বর্ষার সাথে, ভেসে যায় সুদূরে 
বহিত্র অজানা, হঠাৎ দেখি ওই 
মধ্য সাগরে সে উধাও 
নিমেষে,
উর্মিমালার প্রবাহে হয় ত ফিরে আসবে কিছু 
মিঠা অনুভূতি, সেই আশায় বোধ হয় 
ভেসে রয়  সৈকতে, কিছু উধ্বস্ত 
জলজ বনস্পতি - - 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
rain clouds 

অল্পকালীন বর্ষণ 
আঁধার  আলোর দ্বন্দ্বের মাঝে উলঙ্গ অস্তিত্ব;
খুবই নিরীহ,নিরূপায় দাঁড়িয়ে ছিল 
আয়নার  সম্মুখীন, উপভুক্ত 
দেহের আত্মা তখন 
নির্বাপিত পূর্ণ 
বিলীন,
খণ্ডিত কায়া খুঁজে চলেছে নিজস্ব মাংসপেশী, 
অস্থি পাঁজর, রক্ত কণিকা, প্রাণবায়ু ;
অপরপক্ষে দেখি সে হয় উঠেছে 
পরিপূর্ণ দহন, ঝলসিয়ে 
দিতে  চায় 
বাদবাকি পুরুষালি দর্প, ছদ্মবেশী অহংকার,
পরাভব কি জয়ের চাপা হাসি স্পষ্ট 
রূপে তখন ভেসে উঠতে চায়,
তার রহস্যময়ী মুখপানে, 
যেন এক পশলা 
বৃষ্টির দিকে
আঙ্গুল দেখিয়ে নালিশ করে তপ্ত তৃষিত মরু -
ভূমি, শুধুই ধরাতল ছুঁয়ে যেন মেঘের 
উড়ে যাওয়া, বালুময় পাহাড়ের 
গর্ভে স্বপ্নের বীজাণু যেন 
অর্ধমৃত; বাড়িয়ে
দুই হাত 
বলে - আরও চাই সঘন একটানা বর্ষণ - - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
paintings by kirstie cohen

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

Paintings by Christian Jequel




ওই জীবন পারাবার তীরে - - 
সাগরের আহ্বান নিরন্তর মন্থন করে যায় অন্তর্মন,
বিস্তীর্ণ আকাশ চেয়ে রয় নির্বাক নিজস্ব
সংকুচিত রূপ, জীবনের খেয়া 
চিরকাল অস্থির, বেয়ে 
যেতে চায় রঙ্গীন 
দিগন্তে,
পারি নি ধরে রাখতে উড়ন্ত কুটুম্বিতা, সময়চক্রে 
ছিটকিয়ে গেছে একের পরে এক সমস্ত 
ভালবাসার বিন্দু, ওই বহুরঙ্গী
প্রজাপতির প্রতিফলনের 
আয়ু ছিল খুবই 
অল্প, 
আঙ্গুল ডগায় রইলো কিছু শল্কের ছোঁয়া, রং মুছে 
গেছে অনেক আগে, আরশি ভুলে গেছে 
আমার পরিচয় কিংবা নিজেই 
চিনতে পারিনি নিজেকে,
আজন্ম যেন এক 
অপরিচিতি, 
- শান্তনু সান্যাল