শীর্ষক বিহীন
প্রাণের সিক্ত ভাবনা, শুধাবার আগেই
যেন পুষ্পের বন্ধ পাপড়ি, লুকিয়ে
গেছে গন্ধ কোষ, হৃদয়ের
শিশির বিন্দু ঝরে
গেছে নয়ন
পল্লব
হতে বসুধার তপ্ত বুকে, ফিরে দেখি আকাশ -
নীল সবুজের মাঝে হয় উঠেছে
সাগরের প্রতিবিম্ব, তার
মৌন অভিলাষ
কিংবা
বলে ও না বলার ইতিহাস, ভেসে যায় ঠিক
গা বাঁচিয়ে হালকা শ্বেত মেঘের
আড়ালে, অজ বীথির
পথে সে যেন
এগিয়ে
চলেছে ধরতে বর্ণালীর অসংখ্য আলোর কণা,
আমি ফিরে আসি নিয়ে বুকে
ক্রমশঃ, ঝিরঝির
বর্ষার
উদাসীনতা, জুড়ে যাই পুনরায় সেতারের তার,
গেয়ে যায় মন অসময়ের যেন
মেঘ মল্হার - - -