Sunday, 9 January 2011

পূর্ণ কবিতা

পূর্ণ কবিতা
মরু প্রান্তরে কালবেলিয়ার সুরে
খেলে যায় বালুর ডেউ
জেগে রয় অর্ধ শশি সারা রাত
প্রেমের শিখা জ্বলে নিভে
আস্তে আস্তে প্রাচীর, দুর্গ, প্রাসাদ,
মধ্যযুগীন দেউল পেরিয়ে
লিখে যায় জোছনা মরমের কাহিনী
নাগফনি, কেতকীর ঝোপে
ঘুরে বেড়ায় উন্মাদিত ভাবনা
যেন মরুসর্পিনী খুঁজে যায়
পরশমণি, আলো ছায়ার এই  খেলায়
তুমি পদ্মিনী সম পূর্ণ কবিতা
আমি রাজপুত্র রূপে চেয়ে থাকি
তোমার শব্দ প্রতি শব্দে
ভালবাসার অক্ষয় গন্ধ ভরে যায়
কোন দৈবীয় নীল আলো,
এই মধুময় ক্ষণে
উড়ানসেতু গুলো যেন বেঁকে যায়
দিগভ্রমিত মৃগয়া সম,
সহসা জনারণ্য হয় উঠে মহাশুন্য
ওই রাজপথে, আমরা দুই জন
এবং অগনিত জোনাকির দীপ্তি
অমন সময় ভুলে যাই
ক্লান্তময় জীবনের সহস্ত্র তৃষিত কামনা //
-- শান্তনু সান্যাল

কালবেলিয়া - রাজস্থানের এক জাতি বিশেষ, তাহারা গান এবং গায়ন করে