রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১২

পত্রশিরা 

আঁধার ছিঁড়ে সহসা যখন সে ছুঁয়ে চলেছে দেহের 
স্তর প্রতি স্তর, অবিরাম  কোষের খনন,
পত্রশিরার মতন ভালবাসা পড়ে
রইলো মাটির আস্তরণে, 
গলে পচে সারের 
রূপে কালান্তরে সে দিয়েছে বহু অনাথ অঙ্কুরের 
জন্ম, বুকে লুকিয়ে রেখেছে আর্দ্রতা, 
তপ্ত  উষ্ণকালে, পুরুষালি বুকে 
সে লিখে গেছে সৃজনের 
কবিতা, জাগিয়ে 
রেখেছে তার 
অহংকার, আত্মসাত করেছে সমস্ত আবর্জনা !
অনেক সময়ে দেখি সে যেন অকস্মাত 
মরুস্থলের লুপ্ত নদী, ডুবিয়ে 
চলেছে আকাল গ্রস্ত 
স্বপ্নের বেলা 
ভূমি, কিছু উলঙ্গ সত্যের বিয়োজিত, বিকৃত 
রাতের শোষিত কাহিনী, চাবুকের 
গুপ্ত ব্যথা, ঊষর জমিতে তে  
লাঙ্গলের ধর্ষণ, তবুও 
সে চেয়ে রয় 
সারা রাত, শুন্য  আকাশে শ্রাবণের হারানো 
মেঘের ছায়া - - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/