অমর লতার বাঁধনে
বহে যায় মনের পাগল নির্ঝর, প্রবাসী
প্রজাপতির ঝাঁক, মৌন গুঞ্জন
করে, উড়ে রয় আপন
মনে , যেন ভিন্ন
দেশীয় গানের
স্বরলিপি
বোঝার চেষ্টায় মন ও প্রাণ, চেয়ে থাকে
শীতের নীলাকাশে শঙ্খচিল, কখনো
জলাশয়ে নিজের প্রতিচ্ছায়া,
কল্পনা ও বাস্তবতার
মাঝ খানে
জীবন
বোনে উপাদেয়, সরু স্বপ্নের রেখা, এই
বহুরন্ধ্রীয় ধরাতলে প্রেমের অঙ্কুর
ফুটে রয় নিয়ে আবেগের বিন্দু,
কিশলয়ে বুকে ঝরে নিশা
শেষে যেমন করে
শিশিরের কণা,
তোমার
ওই নিরব, প্রণত চোখের ছায়া, ঘনিয়ে
আনে মায়াবী রাত, বুনো পুষ্পের
গন্ধে ভরে ওঠে তখন
জীবনের শুন্যতা,
শনৈঃ শনৈঃ
তার শাকুন্তালিক রূপ ঝরতে চায় বিস্তীর্ণ
বক্ষস্থলে, তখন দেহে দুষ্য়ান্তিক
পৌরুষ জেগে উঠে নিয়ে
যুগের ঘনীভূত এক
গভীর প্রণয়,
অনন্ত, অবিরাম, চিরন্তন পথের যেন যাত্রী,
ভালবাসা তখন অমর লতা - - -
-- শান্তনু সান্যাল