শুধিও না বারংবার ভালবাসার সঘনতা,
ওই চরমপন্থী হাবভাবে, কোথায়
যেন এক আতঙ্ক লুকিয়ে
রয় সর্বদা, সুদূরে
ক্রমশঃ সরে
যাওয়া সমুদ্রতীর ও পরিত্যক্ত নৌকার
মধ্যবর্তী, ওই বেলাভূমির বুকে
আছে কত কাহিনী
অপ্রকাশিত !
সময়ের ধুলো ঢেকে গেছে, নিঃশব্দ বহু -
পদচিহ্ন, কিছু খাগড়ার ঝোপ
আর ছড়ানো রঙীন
আঁশের স্তূপের
ছাড়া -
ওই প্রত্যাখাত ভূভাগে, কিছুই অবশিষ্ট
আর চোখে পড়ে না, এক অশেষ
নীরবতা নিয়ে জীবন, থেকে
যায় নিজের ভিতরে
চির একাকী,
নিভৃত !
স্ব - বৃত্তে, স্বয়ং অজানা খুঁজে রয় বিলুপ্ত
মাঝ প্রবাহের ঠিকানা - -
* *
- শান্তনু সান্যাল
boat on the beach by unknown artist