রবিবার, ১৭ জুলাই, ২০১১


অমূর্ত ভালবাসা 
বিস্মিত করে যায় লেলিহান শিখা 
বন্য আগুন সম তোমার ভালবাসা 
দাউ দাউ করে জ্বলে চলেছে, সমস্ত 
আবেগের বাঁস বন, মেঘ বরণী -
ধুম্র বলয়  উঠে  যায়  নভ মণ্ডলে,
মধুর নিঃশ্বাসে জেগে রয়  অজস্র 
নিশীথ পুষ্পের গন্ধে মাখা পরাগ -
কণিকা, উড়ে যায় স্বপ্নের পতঙ্গ 
সারি সারি, উত্সর্গের বেদিকায়ে,
আজ প্রণয়ের মহা সম্মেলন, ঝরে 
চলেছে তারকের নীলাভ আলো - 
বিন্দু বিন্দু পদ্ম পল্লবে, ভাবনার 
শিশু খেলে শিশির ভেজা হৃদয়ে,
আপনমনে গান গেয়ে যায় ওই নীল 
দীঘি, পৃথিবী অবাক চেয়ে আছে 
দুই অমূর্ত আত্মার মিলনের দৃশ্য !
-- শান্তনু সান্যাল