ছায়া, ঝুলন্ত আত্মীয়তার মাঝে খুঁজে মন
কার অনুরাগের মায়া, কখনো
পৃথিবীর অনেক কাছে
কভু আকাশ
ছুঁয়ে
যায় অন্তর্তমের কুয়াশা, ওই শুন্য থেকে শহর
লাগে স্বপ্নের বাসভূমি, ঝিলমিল তারক
যেন প্রতিবিম্বিত, ছড়িয়ে রয়েছে
এলোমেলো চারদিকে, না
তোমার হদিস না
আমার ঠিক
ঠিকানা,
কিসের টানে উড়ে যেতে চায় হৃদয় বহুদূর -
মেঘলা দেশের পারে, ফিরে যাওয়া
শ্রাবণের পথে, থামানো যদি
যেত কিছু দিন আরো,
তার খামখেয়ালী
ঝরে যাওয়া
আবদার,
মনের মরু প্রান্তরে হয় ত ফুটে উঠত কিছু
অর্ধ মুকুলিত বন্য কুসুম - -
- শান্তনু সান্যাল
Paintings by Rob Evansanyalsplanet.blogspot.in