সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

আশ্চর্য্য বৈকি !

তুমি আজ ও ধরে আছো, দেহের 
কঙ্কাল শাখা প্রশাখা, আশ্চর্য্য 
বৈকি ! যদিও ঝরিয়ে 
গেছে সময়ের 
বাতাস,
স্তর প্রতি স্তর মুখের লাবণ্য হতে 
সজলতা, তোমার এই প্রেম 
কি আত্ম্দাহ, ঝঙ্কৃত 
করে হৃদয়ের 
স্পন্দন, 
তুমি আজও জড়িয়ে আছো কচি 
গন্ধে মাখা আমার ভালবাসা,
যদিও ছুঁয়ে গেছে নব 
বসন্তের সুরভি,
পৃথিবীর 
বুকে,সত্যিই তোমার অমলিন -
প্রণয় করে যায় বাধ্য 
আমায়, তাই 
আমি 
ফিরে আসি, বারংবার ডিঙিয়ে -
সঘন রাতের অন্ধকার !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Hood Art Watercolors