বুধবার, ৫ জুলাই, ২০২৩

অধরা প্রজাপতি! - -

এখন মধ্যরাত্রি, জানি তোমার চোখে 

এখনো ঘুম ফিরে নি, এত সহজে 
ফিরবে ও না, ঠিক সুখের
ফুরিয়ে আসা গোনা 
মুহূর্তের মত,
সে এক 
পলাতক, ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশে,
কাচের পথে, আলোর ঝরনায়,
তুষারপাতের মাঝে 
জড়িয়ে বুকে 
কোন 
স্বপ্নিল সুখের উষ্ণতা, যতই সাজাও 
চোখের তীরে মোহিনী সুর্মা,
যতই ছড়াও আবেগের 
ঘ্রাণ সারা দেহ 
জুড়ে !
সহজ নয় তাকে ধরে রাখা, উন্মুক্ত -
পাখির অদৃশ্য ডানা গজিয়ে
সে উড়ে চলেছে আপন 
মনে যেখানে ইচ্ছে 
ওখানে,
তোমার বুকের মাঝে এখনো রয়েছে 
উভয়সঙ্কট, এক থামানো ঝঞ্ঝা,
অথবা অতিরিক্ত পাওয়ার 
বাসনা, কিছুও হতে 
পারে, ওই 
অতৃপ্ত 
ইচ্ছার আতঙ্কে ঘুম হয়েছে ভবঘুরে - -
জীবন্ত প্রেত, অধরা অভিলাষের 
রঙ্গীন প্রজাপতি!
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/