শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

অপ্রত্যাশিত উচ্ছ্বাস - -

রেখে গেছে নিঃশব্দ কে যেন সারাটা দেহে -
উষ্ণ ঠোঁটের মুদ্রণ, গোপন নদীর ওই 
ঢেউর আগে পাথুরে তীর গেছে 
সহজে গলে, যাকে বলে 
স্বেচ্ছায় ভাঙ্গন,
সে খুলে 
দিয়েছে আবেগময় বুকের স্তর প্রতি স্তর, --
সমগ্র রাত্রি দু জনের মাঝে মধুর 
প্রলয়ের সৃষ্টি, বারংবার 
বিচ্ছিন্নতা, বারে 
বারে -
সম্মিলনের অপ্রত্যাশিত উচ্ছ্বাস, কাচিক - 
জানালার পৃষ্ঠতলে ঘনীভূত তুষার 
কণা লিখে গেছে অভ্যন্তরীণ 
গুপ্ত কাহিনী ! কিছু 
ছড়ানো পুষ্পের 
লাজুক 
বৃন্ত, বিছানার চাদরে ছড়ানো সুরভিত -- -
কিছু এলোমেলো আকুঞ্চন, চেনা 
চেনা ওই গন্ধে জীবন মনে 
হয় খুঁজে পেয়েছে 
সঞ্জীবনী 
আলো, তাই আবছা সকাল লাগে খুবই -- -
ভালো - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Artist Aditi Deodhar