শুক্রবার, ১ জুলাই, ২০১১


পুরাতন ভালবাসা 
বাণ শয়নে শায়িত জীবনের দিনগুলি,
অপরাহ্ন বেলায় কিছুতেই ছাড়তে চায়
না মখমলি হলুদ রাঙা আলো,সবাই ত
দেবব্রত নয়, সূর্য্য  অনুরোধ রাখে না !
প্রতিচ্ছায়া, মহাকায় রূপে আঁধারের  -
আব্হান করে, নেমে আসে জীর্ণ সাঁঝ,
সিঁড়ির ধাপ ভেঙে রাত্রি উঠে চলেছে -
ছুঁতে অগনিত আকাশ কুসুম,উল্কা ও
নীহারিকার গোপন জগত, এই মায়া
ভরা রাতে, বহুকোণে ভাঙা আরশির
রূপে, তার কোঁচকানো রেখা ভরা মুখ,
শুন্যে খুঁজে হারানো মধুর দিবা রাতি,
খুলা পিঞ্জর দ্বার,হাড়ের মাঝে জড়ানো
ভালবাসা কোনো ভাবে উড়ে যেতে
চায় না,এই পুরাতন পিতলের ফুলদানি
আজ যেন চমক লাগিয়ে যায় হৃদয়ে,
ফুলেরা অল্পআয়ুর সাথী, হেসে হারিয়ে
যায় নিরালায়, উঠোনের জোছনা, আজ
ও ভুলেনা, উঁকি দিয়ে যায় দৈনিক ভাবে,
শুধিয়ে যায় রাতের গভীরতা, বলে -
ওই যে, দরজায় খিল দিতে ভুল না কিন্তু !
-- শান্তনু সান্যাল