ঝঞ্ঝার আতঙ্কে কি ভাবে যাই সরে
এখানেই মনের ঝিনুক রয়েছে পড়ে
পাখিরা যদি চায় যেতে যাক উন্মুক্ত
গগনে, বালুকা বেলায় লিখেছি বহু
কাব্য, মরমের কাহিনী, এই মায়া
কি তুমি আমারে ভালোবাসো, জড়িয়ে
রাখে চিরদিন জীবন, সাগর তীরে !
--- শান্তনু সান্যাল
এখানেই মনের ঝিনুক রয়েছে পড়ে
পাখিরা যদি চায় যেতে যাক উন্মুক্ত
গগনে, বালুকা বেলায় লিখেছি বহু
কাব্য, মরমের কাহিনী, এই মায়া
কি তুমি আমারে ভালোবাসো, জড়িয়ে
রাখে চিরদিন জীবন, সাগর তীরে !
--- শান্তনু সান্যাল