বুধবার, ২২ মে, ২০১৩

যুগ্ম সৃষ্টি !

উন্মত্ত বৃষ্টির রূপে সে গেছে ভিজিয়ে অনেক -
গভীরে, তার পরশে ছিল চুম্বকীয় 
আবেগ, স্নায়ু হতে হৃদয়ে 
গেছে ভূমিকম্পন 
বেগে, দেহের 
মাংস -
পেশী তখন অশ্বত্থ গাছের পাতা, প্রগাঢ় সবুজ
রঙ্গে একাকার, ওই মৃদু প্রহারে দুলে 
রইলো বৃন্ত জড়িয়ে, হাওয়ায় 
বহে চলেছে বিন্দু বিন্দু 
মল্হার রাগের 
স্বরলিপি,
সেই সজল অনুভূতির মাঝে রাত, ঘনিয়ে - - 
গেছে মায়াবী আঁধার, নিঃশ্বাসের 
বিনিময়ে তখন, দুই প্রাণী 
হয় উঠেছে এক 
যুগ্ম সৃষ্টি !
* * 
- শান্তনু সান্যাল 
wet feeling