সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১


গুপ্ত অনুবন্ধ 

রাত্রি নামার পূর্বে 
অভিযোগ কিংবা খেদের 
কোনো কথাই ছিল না, 
নিজস্ব প্রণীত অগ্রাধিকার তালিকায় 
হয় ত আমার নাম ছিল না, 
পুরাতন আবেশে পুনর্লিখন কর না,
শুন্য প্রত্যাশা শ্রেষ্ঠ সন্তুষ্টি 
উপস্থিতি কিংবা অনুপস্থিতি উলেখ্য 
যোগ্য নয়, কর্তব্যবোধ নৈসর্গিক 
পথে আপন সঞ্চালিত, সৃষ্টির নিয়ম 
স্বকৃতি জীবন্ত অথবা কৃতিম 
সর্বদা জড়িয়ে থাকে মায়াবী বুকে -
বর্ণহীন, গন্ধহীন, শুকনো  প্রসূন কেউই 
ভালবাসে না, এটাই মানবিক 
প্রবৃত্তি, ভিন্ন গন্তব্য স্থান, নতুন সম্বন্ধের 
অনুসন্ধান, তরল  নিম্নগামী -
বাশ্পিকৃত অশ্রুজলে সে থামে না, নিরন্তর 
প্রবাহিত, নব দিগন্তের পথে 
জীবনের চাকা ক্রমাগত ঘুরন্ত লয়ে
এই নিদ্রালু এবং ক্লান্ত সন্ধ্যায়
ছায়ার চেহারা জীবনের চেয়ে বড় হয় উঠে 
ভাগাভাগি  ছিল সীমিত --- কত প্রাপ্তি
অথবা  শুন্যতা, হিসাব ছিল অর্থহীন
পরবর্তী মুহুর্তে কি যে ঘটবে 
কেউ কি তা জানে,স্মিত তুলিকার 
রং চায়ে না শুকিয়ে যেতে, জীবনের পটভূমি 
এখনো রয়েছে ফাঁকা, 
ভালবাসার মরুদ্যান এবং 
ভূমিগত জল স্রোত, করে আছে অনন্ত সন্ধি !

-- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.com/