শুক্রবার, ২৩ জুন, ২০২৩

ফিরে আসা - -

সব কিছুই ছিল নিজের জায়গায়
সচরাচর, ঘাটের চাতালে
কিছু শালিকের ঝাঁক
আর উদাস
চোখের
অপরিচিত অর্ধ উলঙ্গ শিশু। ওই
বিশাল নদীর ভাঙনে থেমে
ছিল কোথায় যেন সেই
অপ্রবাহিত প্রেম।
যখন ফিরে
এলো
দিনের শেষ খেয়া, কে যেন ডাক
দিল নদীর ওপার হতে, যে
সূর্য গেছে ডুবে অনেক
ক্ষণ আগে, এখন
তোমার
ফেরার পালা, আর মিছে পথ -
চাওয়ার কোনো মানে নেই,
নদীর হাতে কিছুই
নেই, সময়ের
বন্যা
খুবই একগুঁয়ে, ভেঙ্গে গড়ে যায়
নিজের ইচ্ছায়। আর তুমি
কি ফিরে পাবে ওই
কবলিত এক
ফালি
হরিৎ প্রদেশ। প্লাবিত প্রান্তর করে
যায় অবিরল মৌন অট্টহাস।
* *
- শান্তনু সান্যাল