শুক্রবার, ২৪ জুন, ২০১১


অস্তাচলের সাথী 
যারা ছিল খবরের শিরনাম এক দিন

কালান্তরে গেছে হারিয়ে অমুদ্রিত প্রান্ত 
দেশে, এখানে সূর্যোদয়ের জন্য প্রীতি 
শুভেচ্ছা,অর্ঘ্য,পুষ্পমালা,যারা গেছে 
ডুবে পশ্চিমের সাগরে, দেখো যদি 
খুঁজে পাও অতীতের ছেঁড়া পৃষ্ঠে, 
পৃথিবীর পাক খোলা অবিচলিত এক 
ব্যাপক মৌন প্রক্রিয়া, কত জন যে 
পার হলো ভবসাগর সে এক ভিন্ন কথা !
বলে ছিল সে এক দিন আসবে নিয়ে 
কিছু ভোরের স্বপ্ন,বেঁচে থাকার মূল্য 
কই,বসে আছি অনন্ত পথ চেয়ে,দেহে 
নিয়ে ঝরানো ঘা, হৃদয়ের ছিন্ন তন্তু 
কিছু বিধ্বস্ত স্মৃতির আবছা আলো,ওই 
পথে নাকি রাত্রির আভাস হয় না, 
চাঁদ উঠুক বা না উঠুক,সর্বদা উদ্ভাবন 
সেই প্রদেশ,হয় ত মায়াবিনী রাতে 
অবিকল বন্ধু পায়ে না খুঁজে নিজের 
ঠিকানা,কেমন করে মনে রাখবে বিগত 
পথের অন্ধ গলি, নোংরা গন্ধ, উদাস - 
চেহারা, শ্লেষ্মা ভরা বুকের ভালবাসা !
--- শান্তনু সান্যাল