যেন তার অনুরাগে নিশ্চই ছিল
ঘাটতি, আলো – ছায়ার
ওই খেলায়, কখনো
সে ছিল অন্তিম
কুঠরিতে
হাত বাড়িয়ে আকাঙ্ক্ষিত, আবার অনেক
সময়ে আমি ছিলাম একাকী দাঁড়ানো,
শীতের মধ্য রাতে, জন শূন্য
স্টেশন চত্বরে, বিনিদ্র
চোখে চেয়ে
আছি সুদুর সুড়ঙ্গ পথে, যেখানে গেছে যেন
হারিয়ে, শেষ প্রহরের কাচিক স্বপ্নের
দেশ, বিরোধিতা কি অবহেলা
অথবা অনুক্ত ভালবাসা,
সব কিছুই ছিল
তার মধ্যে,
বিশ্বাসঘাতকতা একটুও ছিল না ওই বিযুক্ত
সাথীর বুকে - -
ঘাটতি, আলো – ছায়ার
ওই খেলায়, কখনো
সে ছিল অন্তিম
কুঠরিতে
হাত বাড়িয়ে আকাঙ্ক্ষিত, আবার অনেক
সময়ে আমি ছিলাম একাকী দাঁড়ানো,
শীতের মধ্য রাতে, জন শূন্য
স্টেশন চত্বরে, বিনিদ্র
চোখে চেয়ে
আছি সুদুর সুড়ঙ্গ পথে, যেখানে গেছে যেন
হারিয়ে, শেষ প্রহরের কাচিক স্বপ্নের
দেশ, বিরোধিতা কি অবহেলা
অথবা অনুক্ত ভালবাসা,
সব কিছুই ছিল
তার মধ্যে,
বিশ্বাসঘাতকতা একটুও ছিল না ওই বিযুক্ত
সাথীর বুকে - -
* *
- শান্তনু সান্যাল
- শান্তনু সান্যাল