মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

হয়ত দেখা হবে - -

তাদের বিজয়গাথা লিখে রইলো ভাঙা গাছের
দণ্ডমূলে, অবশ্যই সব গাছ মরে যায় না,
গোপন ভাবে, ওই নীল আকাশের
অশ্রু, ফুটিয়ে আনে একরাশ
কচি পাতার গুচ্ছ।
পুনরায় ধ্বংস
শহর জেগে
ওঠে
নতুন হলুদ সকালে, যেন দুঃস্বপ্নের সাগর - -
গুটিয়ে নিয়েছে নিজের ভিতরে সহস্ত্র
উগ্র ঢেউ, শহর সীমানায় আবার
উঠছে গাঢ় কমলারঙ্গী বিরাট
সূর্য আর কুয়াশার মাঝে
খেলছে নিরীহ শিশু -
দের এক দল।
জীবন
এই ভাবেই ভেসে ওঠে সমস্ত বিঘ্ন বাধা পেরিয়ে,
মৃত সাগর হতে গঙ্গার ভাসন্ত দ্বীপে, মানুষ
পুনরায় লিখে ইতিহাসের অভিনব
পাতা, যেমন কিনারা হারিয়ে
নতুন তটভূমি খুঁজে নেয়
ক্ষিপ্র নদী, হয়ত
তুমিও হারিয়ে
গেছো মেঘ -
ছায়ার
উজান দেশে, আর আমি খুঁজে চলেছি তোমায় -
অন্তহীন আবেশে। 
* *
— শান্তনু সান্যাল