জীবনের দ্বীপ
আলোক পথের যাত্রী ছিল সবাই, মনে
রাখি নি তাই আঁধারের ঠিকানা,
নিভলো যখন প্রদীপ্ত মশাল চার দিকে
ছিলাম আমি নিঃসঙ্গ, অজানা,
বস্ত্র হরণে দায়ী শুধুই কি এক দুঃশাসন
অট্টহাসে ছিল শামিল পূর্ণ ঘরানা,
যখন ভস্মিভূত প্রায় আমার খড়ের ঘর
হটাত পুরোধা করেছে তীব্র মানা,
নদী পার, ভালই করিয়েছ হে প্রিয় মাঝি
কোথায় রক্ত আর কোথায় ডানা,
ওই শুন্য পিঞ্জরে,ভরেছ কি নতুন ময়না
ঝাপটিয়ে যাও কি দাও প্রবল হানা,
কোন গানের অন্তরায়ে ভিজলো হৃদয়
পাগল বাউল গায়ে এক সুরটানা,
অম্বরে জেগে আছে কিছু জীবনের দ্বীপ
তরী ভাসে, সুদূরে আছে জানি মুহানা !
-- শান্তনু সান্যাল
আলোক পথের যাত্রী ছিল সবাই, মনে
রাখি নি তাই আঁধারের ঠিকানা,
নিভলো যখন প্রদীপ্ত মশাল চার দিকে
ছিলাম আমি নিঃসঙ্গ, অজানা,
বস্ত্র হরণে দায়ী শুধুই কি এক দুঃশাসন
অট্টহাসে ছিল শামিল পূর্ণ ঘরানা,
যখন ভস্মিভূত প্রায় আমার খড়ের ঘর
হটাত পুরোধা করেছে তীব্র মানা,
নদী পার, ভালই করিয়েছ হে প্রিয় মাঝি
কোথায় রক্ত আর কোথায় ডানা,
ওই শুন্য পিঞ্জরে,ভরেছ কি নতুন ময়না
ঝাপটিয়ে যাও কি দাও প্রবল হানা,
কোন গানের অন্তরায়ে ভিজলো হৃদয়
পাগল বাউল গায়ে এক সুরটানা,
অম্বরে জেগে আছে কিছু জীবনের দ্বীপ
তরী ভাসে, সুদূরে আছে জানি মুহানা !
-- শান্তনু সান্যাল