সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১


মোহপাশ 

মোহপাশের বন্ধনে আছে বহু পেঁচের শৃঙ্খলা,
যতই খুলি গ্রন্থী এক প্রান্তে, অন্য প্রান্তে দেখি 
সর্পিল খেলায় মত্ত মনের সুপ্ত ভাবনা, 
তার গুরুগম্ভীর মুখে ছিল এক 
বিশিষ্ট আকর্ষণ, সিংহের 
সম্মোহনে যেন দিক 
ভ্রমিত মৃগ দল,
ভায়াতুর 
চোখে 
দাঁড়িয়ে ভাবে মৃত্যুর ছায়া হয় ত বহু দূর, এক 
মাত্র লাফে জীবনের অন্ত, পাখিরা উড়ে 
চলেছে এমন সময় ঝঞ্ঝার আভাসে,
ওই কনকের দুই অর্থে রয়েছে 
দুই বিনাশের ছোঁয়া, এক 
এক কনক স্বর্ণ অন্য 
কনক ধুতুরা, 
পেলেও 
পাগল, খেলে ও পাগল, জীবনের প্রতিকুল ধারায় 
নামতে গেলেই মুশকিল, তবু ও মানুষ 
চেষ্টা করে যায় অন্তিম শ্বাস পর্য্যন্ত,
এখানেই পৌরুষের তাত্পর্য্য,
জীবনের সার্থকতা, মোহ -
পাশ খুলে যে জন ছুঁয়ে 
নিল মহত্তম বিন্দু 
তার সম্মুখেই 
আছে 
আলোর ঝরনা, সত্যের সৌন্দর্য্য, নিষ্কলুষ 
হৃদয়ের পৃথিবী, অহর্নিশ উদ্ভাসিত 
যথার্থ জীবন !

--- শান্তনু সান্যাল
Contemporary Abstract Watercolor Ink
 Painting by Brad Rickerby