বুধবার, ১১ জানুয়ারী, ২০১২


আগ্নেয় শৃঙ্খল 

রাতের কুহকে আবেগের প্রসুন ঘনিয়ে আনে 
ভালবাসার আঁধার, নিঃশ্বাসের তরঙ্গে 
নেচে রয় শিশির কণার আলান, 
কম্পিত অধরে থেমে রয় 
দ্রবিভূতের সাধ, স্পর্শে 
গন্ধে, বুকে, হৃদয়ে,
স্নায়ু হতে 
প্রাণে 
জাগিয়ে যায় সহস্ত্র আগ্নেয় শৃঙ্খল অবিরাম,
তখন তার গভীর প্রণয় হয় উঠে 
বিক্ষিপ্ত গুনিন, দেহ ও প্রাণের
পিঞ্জর সেই লহমায় তার 
গহন মোহাবিষ্ট 
দখলে,
জীবনের জলরাশি সে সময় বহে প্রতিকুল 
প্রবাহে, কিন্তু ওই দমকা মুহুর্তে, 
অভিশাপিত উপত্যকায় 
সহসা ভরে উঠে 
যেন একরাশ 
কুসুমে,
জীবনের এই খমধ্যে মন ভুলে যেতে চায় 
সমস্ত জয় পরাজয়ের কাহিনী - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


ধুলি মুক্ত স্বরলিপি 

বৈঠকখানার এক কোণে প্রত্যাখ্যাত সেই 
পুরাতন সেতার, অনেক সময় যেন 
আপন ঝঙ্কৃত হয় উঠে, জং ধরা 
তারে, হারানো সুর খুঁজে 
স্বর লিপি, জীবন 
তখন সন্ধ্যার 
গায়ে 
হেলান দিয়ে চেয়ে থাকে আকাশের রং 
পরিবর্তনের খেলা, বিচিত্রাকৃতির 
মাঝে, রঙ্গীন মেঘের ক্রমশঃ 
তমসাবৃত পথে এগিয়ে 
যাওয়া, এমন ক্ষণে 
মন ধরে রাখতে 
চায় তার 
গোপন প্রণয়ের অনুবন্ধ, নিষ্পলক 
চাহনি, ইচ্ছে করে টোপের
বলয় ফেলা, সাবান,
চিরুনি, ক্লিপের  
জায়গায় 
তখন হৃদয় সেই চোখের চক্রে ফাঁসতে 
চায় ! জীবনের হাহাকার থেকে 
কিছু মুহুর্তের জন্যে, হয় ত 
বাঁচতে চায়, এই বন্য 
প্রান্তরের মেলায় 
যদি জেনে 
শুনে 
হারানো যায়, কিছুই ভুল নয়, বরঞ্চ এখানে 
ধুলিমুক্ত জীবনের স্বরলিপি হয় 
উঠে পুনর্জীবিত, রচতে চায় 
অভিনব সঙ্গীত - - - -

- - শান্তনু সান্যাল
traditional Indian art