বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

পাতা ঝরার বেলা - -

তাদের প্রবণতা নিয়ে ভাবে হৃদয় 
প্রায়শ, ঠিক গ্রীষ্ম কালের 
কাগজ ফুলের, পূর্ণ 
মুকুলিত শাখা 
প্রশাখার 
মাধুর্য, আবার মনে পড়ে সহসা - -
শিমুল তুলোর সাথে উড়ে 
যাওয়া সমস্ত সুখের 
মুহূর্ত, অন্তরে 
ভাসে 
তখন অসার ভাবনার জীর্ণ পাতা 
একরাশ, জীবন একাকী 
বসে ভাবে শুকনো 
অরণ্য নদীর 
তীরে,
কোথায় গেল গোপন ভূগর্ভস্থ জল 
ধারা, ফিরে আসা প্রতিধ্বনি -
গুলো মনে হয় খুবই 
ক্লান্ত, খুঁজে 
পাই
নি পরিচিত ঠিকানা, ফেরত চিঠি 
তখন দীর্ঘ নিঃশ্বাস, পড়ে রয় 
অবহেলিত, ওই ভাঙা 
আয়নার সামনে,
চেয়ে রয় 
সজল 
চোখে, একগুচ্ছ শুষ্ক রজনীগন্ধার 
দিকে, মরু অভিলাষ জড়িয়ে 
বুকে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Cindy Lee Jones