দেহ পোষ মানে না
উদঘাটন, প্রলয়ের আবরণ সরে চলেছে
অনুক্রমে, একের পরে এক যেন
গোপন রহস্যের উন্মোচন,
দেহ ও প্রণয়ের ওই
দ্বন্দ্বের সাক্ষী
ছিল জোছনার নিদ্রালু আবেগ, ঘুমন্ত চাঁদের ঢুলে
ঢুলে ভেসে যাওয়া, আকাশ তখন অনন্য
নীল রঙ্গী বক্ষঃস্থল, স্ফুটন ভরা
পুরুষত্ব নিয়ে করে চলেছে
ভব্য প্রদর্শন, দেহ
হঠাৎ বন্য
প্রাণী, প্রেমের অদৃশ্য চাবুক নিয়ে হাতে, রাত
চাইছে পোষ মানাতে, অনাবৃত অঙ্গ -
প্রত্যঙ্গ তখন সবলে হিংস্র,
কোনো কথা যেন
শুনতে চায়
না,
উন্মুক্ত ভাবে আচরণ করে চলেছে, নিঃশেষিত
ভালবাসা শেষ প্রহরে করে গেছে
যুদ্ধ বিরাম সন্ধি বিহীন,
বিজয়ী ক্লান্ত
শরীর,
পরিশেষে দিগন্তের গায়ে পড়ে রইলো অবসন্ন
ভাবে, নিশ্চল নিয়ে বুকে জীবন্ত
স্বপ্নের মূর্ছনা, সকালের
সিক্ত হাওয়ায়
উড়ছে
ভাবনার পলকা পরিধান - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/