বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

আকস্মিক ভাবে - -

আকস্মিক ভাবে, কে যেন যায় জড়িয়ে
দেহ ও প্রাণে, নীল আঁধারে নিজের
ছায়া যায় হারিয়ে, এ কেমন 
সন্মোহ তার প্রণয়ে !
ভুলে চলেছে 
জীবন 
সব কিছু, সমস্ত পৃথিবী মনে হয় যেন -
শুধুই মাটির খেলনা, হাত হতে 
যায় খসে প্রতি মুহুর্তে !
নিঃশব্দ ভাঙ্গনের 
মাঝে হৃদয় 
খুঁজে 
অনবরত তার অগোচর ডাক, সুদুর - 
কোন মরু অঞ্চলে ঝরে যায় 
তার মায়ার শ্রাবণ, 
ভেসে আসে 
সজল 
সমীরণ, ছুঁতে অতৃপ্ত অন্তরতমের - -
জ্বলিত ভাবনা, এ কেমন 
ভালবাসা হারিয়ে 
যেতে চায় 
জীবন 
নিমিষে মান অভিমান, পূর্ণ ভৌতিক 
জগৎ ! ছড়িয়ে যেতে চায় মন 
দেহ ও প্রাণে এক অনন্য 
নীলাম্বরী বর্ণ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Paintings by Buiko Oleg