রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২


প্রকৃতি ও পুরুষ 

মানুষের মন খুবই চঞ্চল, ধরে রাখতে গেলেই 
বিপদের আমন্ত্রণ, সম্পর্কের সততা কত 
খাঁটি, কত ভেজাল ! অনুভূতি ছাড়া
শুধুই কাহিনী, তাই ঘনিষ্টতার 
পূর্বেই জানিয়ে গেছি স্পষ্ট 
ভাবে নিখুঁতের
পরিভাষা, 
তার বিদ্রুপ হাসি আর বড়শির টোপের মাঝে 
অন্তর যেন মায়ক্রোইস্কপিক, 
সূক্ষ্মাতিসূক্ষ্ম, কিন্তু 
কোথায় যেন
ব্যক্তিত্ব 
হতে ছদ্ম আবরণ নিজেই খসে পড়ে,যখন 
জ্ঞান ফিরে আসে, তখন বানের
উন্মাদিত জলরাশি ভেঙে 
গড়িয়ে গেছে বহুদূর, 
ওই প্লাবিত ভূমি 
খণ্ডে শুধুই 
বিয়োজিত পচনের গন্ধ, বিতৃষ্ণার আভাস !
পলকা মুহুর্তে তার পুরুষত্বের প্রতি 
আহ্বান, দুর্বল হৃদ স্থলে নিঃশব্দ  
আঘাত, পরাভূতের 
স্বীকারোক্তি 
আদায় করা, জলে ডোবা বনস্পতির গায়ে 
রাত্রি শেষে নতুন পল্লবের গজানো,
নোংরা জলের অপসৃত হওয়া,
প্রকৃতির ও পুরুষের সেই 
আদিমযুগীন সন্ধি 
জটিল কিন্তু 
মধুর উপাদান, জলের বাহিরে উঠিয়ে দুই মুখ 
প্রাণ বায়ু গ্রহণ করে চলেছে - - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
ART BY DANIEL J TOWSEY