বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২


সূর্যের জলসমাধি 
না হয়, এই ভাবেই থাকতে হৃদয়ের অনেক কাছে,
তটভূমির বৃক্ষ ছায়া হয়ে, জীবন হয় ত ফিরে
পেতো ; হারানো দিনের কিছু সজলতা, 
অভিতপ্ত  বালুকা বেলার বুকে ; 
লুপ্ত, ভূগর্ভস্থ আবেগের 
রূপে, প্রেম হয় ত 
ভেসে উঠত 
নির্ঝর
ধারার মত, বহে যেত প্রস্তর শৈল পথে; চিরন্তন 
অনুভূতির সাথে, কোথায় যেন সে এখনো 
খুঁজে বেড়ায় শ্রাবণের প্রতিধ্বনি,
মেঘের ফিরে যাওয়া মৌন 
পদধ্বনি, বসন্তের 
অপূর্ণ মধুরিম 
প্রতিশ্রুতি,
ঠিক করতল হতে রঙ্গীন প্রজাপতির ডানা -
খুলে উড়ে যাওয়া, একাকী মন বসে 
রয় শান্ত ঝিলের তীরে, একান্ত 
পাখি যেন চেয়ে আছে 
সূর্যের মহা জল
সমাধি,

- শান্তনু সান্যাল 
LEONID AFREMOV – PAINTING