সোমবার, ৯ মে, ২০১১


বাহ্য বলয় 
অন্তরে দাহ চিরস্থায়ী 
বাহ্য ভুবনে আলোর সন্ধান !
জীবনের বর্ণালী সীমাবিহীন 
নিজস্ব স্বার্থ গড়ে মহা বলয় 
অহংকারের চতুর্দিগে ঘুরে যায় 
সহস্ত্র দর্পণ দিবা নিশি -
অস্পষ্ট প্রতিচ্ছবি,দুষিত কেন 
মরুভূমি, মুখ গুজে উঠপাখি !
বালুর ঝঞ্ঝা,মেঘের যেন আভাস,  
জীবনের কল্পিত ছায়া স্থির কিন্তু 
ইন্দ্রিয় প্রবাহ চঞ্চল দিয়ে যায় প্রতিপল 
ঘাত প্রতিঘাত, নয়নের মরিচিকা 
অদৃশ্য সে এক প্রেম,গোপন সৌন্দর্য্য !
আত্মস্বীকৃতি যেন পুরাকালীন দংশ,
নির্ঝর বিন্দু হাতের মাঝে -
মুক্ত মণি,খসে গেলে মাটির কণা, 
আকাশের পরিধি অসীম -
কপালের রেখা সীমাবদ্ধ,
চেয়ে ছিলাম করতে বিশাল সংগ্রহ 
প্রেমের প্রতিবিন্দু, হৃদয়ের সংকুচিত 
ভূমি পারি নি বুকে টানতে, 
সে গেছে ফিরে, মৌন পথে অশ্রুময় চোখে,
সুদূর ক্ষিতিজে, উড়ে যায় শ্বেত মেঘ -
বৃষ্টি বহুদূর, অনন্য প্রান্তরে -----
--- শান্তনু সান্যাল