কথা না রাখার কারণ কিছুই হতে পারে,
art by North Beach Crafts
জীবনের পথ এত সোজা কোথায়,
প্রতিটি মোড়ে ছিল অদৃশ্য
ভাঙনের গহ্বর -
অজ্ঞাত
আবাহন, তবুও হারিয়ে খুঁজে পাওয়ার
সুযোগ লুকিয়ে রয় নিঃশ্বাসে,
হয় ত আবার দেখা
হবে কোনো
দিন
কোনো এক রঙ্গীন সাঁঝে, নিয়ে বুকে
অতীতের অনাবিষ্কৃত স্বপ্ন,
কিছু অকথিত কথা
কিছু সজল
ভাবনা,
সূর্য্য ডোবার সাথে জড়িয়ে রয় নতুন
সকালের সম্ভাবনা, পৃথিবীর
অন্য প্রান্তে এখন ফুলের
প্রস্ফুটনের বেলা,
না হয়
কিছু অপ্রত্যাশিত মধুর গন্ধের সাথে
যাই আবার হারিয়ে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/