সোমবার, ১৪ মে, ২০১২


সেই নয়নের গভীরতা 

মনের অভিলাষ, সীমাবিহীন অনুভূতি !
সে নিকট আসতে ও  দ্বিধাগ্রস্ত;
দূরত্ব রাখতে ও না রাজি,
কেমন করে বোঝাই 
চেতনের এই 
নিমজ্জন, 
ভাবনার পলকা পল্লবের অবস্থা খুবই 
করুণ, না ধরে রাখতে চায় 
হৃদয়ের তন্তু ; না উড়ে 
যেতে চায় সুদুর 
ঝড়ের 
সাথে, এক ভাগ্যগত রহস্য নিয়ে বুকে;  
সে করে আলাপ তড়িতের
সাথে, এ কেমন তার 
চোখের ভাষা 
বুঝতে 
গিয়ে যেন তারক খচিত আকাশ যায় 
ফুরায়ে, নৌকা ডুবির  সমস্ত 
যাত্রী পেয়েছে পরিত্রাণ,
যে নিজেই ডুবতে 
চায় যদি, 
খুবই মুশকিল যেন জীবনের মোক্ষ প্রাপ্তি !

- শান্তনু সান্যাল
storm - no idea about the painter