অতি বেগুনি কিরণ
অহংকারের পালক, ফাঁপা হাড়,
মিথ্যার ফিনিক,জাল আলো,
ছদ্ম ভালবাসা,
হয় ত সে
জানে না তৃতীয় নেত্র এখন তীব্র ক্রিয়াশীল,
সেঁতসেঁতে ভাব, যদি বৃষ্টি হত, আহ -
যত সব উল্টোপাল্টা ভাবনা,
এই মাঝ চৈত্র মাসে বর্ষা !
অসম্ভব, সে ছিঁড়ে
ফেলেছে
অন্তিম পাপড়ি, ফুল এখন ঝাড়া মাথা, সুন্দর
কি কুত্সিত বলা সহজ নয়, চোখের
নিজস্ব জগত আছে, অন্য দৃষ্টে
সে উলঙ্গ আবার শিল্পীর
নয়নে এখন ভেসে
উঠবে
অন্তরিক্ষের বিশালতা, সৃজনের হারানো পথ,
সে ছুঁয়ে চলেছে শনৈঃ শনৈঃ, বুক, লোম,
পাঁজর, নাভি, কটিবন্ধ, কিন্তু
গোচর প্রসুপ্ত, শরীর
শুধুই এখন
পদার্থ,
প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রবল শপথের প্রয়োজন,
ক্ষনিক আবেশের বশিভুতে সে
এখন খুঁজে চলেছে ঝরা
পালক, ভালবাসার
অতিবেগুনী
কিরণ,
--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
contemporary floral-inspired paintings by Robin Street-Morris