মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

অন্তর্মনের জাগরণ - -

খুলে গেছি স্তর প্রতি স্তর ভাবনার পাপড়ি,
ছড়িয়ে গেছি অন্তরতমের সুরভি !
ভিজিয়ে গেছি তপ্ত উষ্ণ -
কালে, তার বুকের 
অদৃশ্য দাহন,
তবুও 
কোথাও যেন সে এখনো অপূর্ণ, চেয়ে রয় 
নিস্তব্ধ আকাশের দিকে, অতৃপ্ত 
চোখে, তার ওই চাহনি
তে আছে এক 
অদ্ভুত 
মৃগতৃষ্ণার ঝলক, অকল্পনীয় সুখের বাসনা 
অথবা পুড়ে যাওয়ার আগে আলো -
পতঙ্গের উচ্চাভিলাষ, বোঝা 
মুশকিল, আমি চাই 
সে যেন ফিরে 
আসে 
বাস্তবিক ধরাতলে, মাটির গন্ধের পরশে -
খুঁজে পাক জীবনের সারাংশ, প্রথম 
বৃষ্টির আলিঙ্গনে অভিতপ্ত 
পৃথিবীর বুকের 
অনুভূতি,
সব 
কিছুই ত ফেলানো আছে আশেপাশে কেবল 
চাই সুখী হবার ত্রিনেত্র, অন্তর্মনের 
জাগরণ - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
ken powers watercolor painting