সোমবার, ১২ আগস্ট, ২০১৩

জীবন্ত অটোগ্রাফ - -

তুমি শুধুই চাও চটকদার, ঝাঁকঝমক দুনিয়া, 
কুহক স্পৃহায় ভরা জীবন, আসলে 
দোষ তোমার নয়, চার 
দিকে যখন একই 
আগুন - 
নিজে কে বাঁচানো কোথায় সহজ, কিন্তু ওই 
নিয়ন আলোর নেপথ্যে ও আছে এক 
ঘিঞ্জি গলি, কিছু তথাকথিত 
নোংরা, বদনাম -
চেহারা, 
আর অন্ধকারে উঠন্ত ঘামের দুর্গন্ধ, ঝাপসা 
আলোয় দেখেছি অজানা মুখের ভিড়ে,
জীবনের উত্পত্তি ! শিশুর 
প্রথম ক্রন্দন, তুমি 
শুধুই চাও 
তোমার প্রেমের বৃত্তের চার দিকে ঘিরে রবে 
কবি, কল্পনার ফুলে সাজিয়ে যাবে -
চাঁদের তরী, কিন্তু সেটা কি 
সব সময় সম্ভব, ওই 
বনেদী পাড়ার 
খুব কাছে 
দেখেছি তাকে দাঁড়িয়ে রয় একাকী, সে এক 
জীবন্ত অটোগ্রাফ, নিখোঁজ প্রেমীর 
করে অপেক্ষা, বহুকাল আগে 
কে যেন লিখে গেছে 
তার দেহে 
ভুল ঠিকানা, ওই ঠিকানা টা এখন বেরিয়ে 
আসতে চায় উল্কির বাইরে, খুঁজতে 
চায় নিজের জৈবিক পরিচয়,
জানি সে কোনো দিনই 
খুঁজে পাবে না 
পলাতক 
কে,শুধুই মুখোশের ভিড়ে আসলের সন্ধান 
মিছে মিছে পাগলামি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Sekhar Roy Indian Figurative painter

অসময়ের পলায়ন - -

এক নিস্তব্ধতা বিগত রাতে ছিল দুজনের মধ্যে,-
সেটা স্বাভাবিক কি ব্যতিক্রম, প্রায়শ 
ভাবে মন, যখন দেহের দ্রোণী
রিক্ত গহ্বর ! চাঁদ, তারক 
আকাশগঙ্গা সব 
কিছু মনে 
হয় -
যেন দীপ্তিহীন, কেবল ঝুলে রয়েছে নির্জীব ভাবে
এলোমেলো, এক বিশাল বৃত্তাকার দান্তালে !
অনেক সময়, যখন উচ্চতর 
বেলোর্মী, ঢালনির পথে, 
এক পানসে -
ভাব 
ঘনিয়ে উঠে নিঃশ্বাসের বিনিময়ে, শুধুই কৃত্রিম 
প্রেম জীবন্ত তখন, পরস্পরে মাঝে এক 
মৌন সন্ধি, একে অপরকে নীরব, 
বাধ্য সহ্য করা, তখন ওই 
আলিঙ্গন শুধুই এক 
মিথ্যা প্রলেপ,
ক্ষণিক 
মুহুর্তের অস্থায়ী উপক্রম, বাসি গন্ধের মাঝে - -
জোর করে আতর ঢালা, স্পষ্ট দৃশ্যমান,
খোলা দরজা, কম্পিত জানালা,
কুয়াশাচ্ছন্ন জোছনা, 
তবু ও জীবন 
উড়ে 
যেতে চায় না বাহিরে, অভ্যাসগত তখন পিঞ্জর - 
বাসিন্দা প্রেম, ভুলে যায় উন্মুক্ত উড্ডয়ন,
করে যায় সাদা কাগজে বারংবার 
দস্তখৎ, ফিরে আসে বুকের 
মাঝে ভুলে যায় 
অসময়ের -
পলায়ন !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Chandan Chowdhry's art