জানি না কি যে খুঁজে তার নীরব নয়ন,
খোলা হৃদয়ের আঙ্গিনায় নিবন্ত
আগুনের ছাড়া কিছুই
নেই, কোন
প্রত্যাশার জটিল জট খুলে যায় তার -
স্থির চাহনি, জীবনের গিঁট এত
ছিল না অসম্ভব, কিসের
মৌন আবৃতি করে
যায় তার
কম্পিত অধর কিনারা, এত মুশকিল -
ছিল না ভাবনার সন্ধি পত্র, এক
বিনিময়ের অতিরিক্ত
কিছুই ছিল কি
দুজনের
মাঝে, বোঝাপড়ার বিফলতার কারণ
কিছুই হতে পারে, তা বলে সব
কিছু কি শেষ, কোথায়
যেন লুকিয়ে আছে
আজ ও -
রজনীগন্ধার চাপা গন্ধ, দেহের বাহিরে
কি অন্তর্মনে, হয় ত সে জানে,
তাই অনিবার ভাবে
সে খুঁজে দেহের
শিরায়, রক্তে, মাংস পিণ্ডে, নিঃশ্বাস - -
প্রশ্বাসে, বোধ হয় সে দেখতে
চায় গন্ধকোষের
স্থায়িত্ব - -
* *