বহু আয়ামে দেখেছি তাকে, কখনো সে এক
স্রোতস্বিনী সংকীর্ণ জলধারা, বহে যায়
আপনমনে, ধীর বেগে, কখনো
বিক্ষিপ্ত মতি, তট বন্ধ
ভেঙে গ্রাস করে
যায় শস্য
ভূমি !
তবুও সে যেন শ্রদ্ধার অধিকারিনী, অনেক
কিছু দিয়ে যায় বুক খুলে, তার প্রেমের
পরিভাষা কল্পনার বাহিরে, এক
তরঙ্গে উপকুলের গায়ে
আবার গুপ্ত ঢেউর
ফলে পরিপূর্ণ
অতলে,
সে এক নদী কিংবা নারীর প্রতিচ্ছায়া, দিব্য
লোকের বাসিন্দারাও নাকি খুঁজে পাই
নি, তার রহস্য ভরা ইন্দ্রজালের
মন্ত্র ! সে ক্ষণিকে প্রণেতা
আবার পরক্ষণ এক
বিনাশকারী
শক্তি,
কখনো মহাকালের মাথায় আসীন আবার -
অনেক সময় সাগরমুখী, তার গর্ভে
সমাহিত সৃষ্টির অভিনব
নিম্নরেখাঙ্কিত
সম্ভাবনা,
স্বর্গ
হতে মর্ত্য লোক অব্দি তার কালজয়ী অদৃশ্য
সাম্রাজ্য - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/