বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

চোখের গভীরতা - -

তার চোখের গভীরতা, এবং আমার অন্ধ 
কূপের মারাত্মক খেলা, জীবন তখন 
দাঁড়িয়ে রয় একাকী নিয়ে হাতে 
কিছু নামহীন ফুলের 
তোড়া, সে 
দেখি 
মধ্য রাতে, পরে আছে মিহি জোছনার - -
পরিধান, ছড়িয়ে সারা দেহ ও প্রাণে 
বুনো ফুলের তীব্র গন্ধ, সুদুর 
অরণ্যে তখন উঠছে 
নিগূঢ় আগুনের 
লঘিমা !
তার ওই মৃগনযনী দৃষ্টি এবং আন্দোলিত,
আমার হৃদয়ের ভাবনা, পরস্পর 
মিলে মিশে ভেঙে যেতে 
চায় সমস্ত বৈধ 
অবৈধ 
তটবন্ধ, প্রেম ! মুহুর্তে যেন মহা প্লাবনের  
পুরোধা, পৃথিবী ও আকশের মধ্যে 
কোনো পার্থক্য বোঝে না, 
ডুবিয়ে দিতে চায় 
চন্দ্র - সূর্য্য 
নিমিষে,
আমি নিষ্পলক চেয়ে রই সে মুহুর্তে তার 
অপরূপ রূপ - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
emotion 4

তৃষ্ণার নেপথ্যে - -

তুমি শুধুই দেখেছ, রঙ্গীন আলোয় দেহের 
কুহুক ভরা, মাংস পেশীর প্রদর্শন,
সে কোন তৃষিত অভিলাষ, 
ভেসে রয় তোমার 
চোখের 
মরু পথে, প্রায়ই ভাবে জীবন, ওই মৃগ -
তৃষ্ণার নেপথ্যে আছে কত যে 
ধুসর বালিয়াড়ি, বোধ 
হয় তুমি তা 
জানা 
সত্তেও করে যেতে চাও সব কিছু অদেখার 
ভান, অথবা বাস্তবিকতার অদৃশ্য 
ভয় করে যায়, তোমায় 
প্রতি পল অস্থির, 
তাই তুমি 
ভাবতেও চাও না, অপর পার্শ্বের প্রকৃত - 
সত্য, ওই বৃষ্টি ছায়ার প্রান্তরে 
একাকী আমার অস্তিত্ব 
পড়ে রয় যথারীতি 
অবহেলিত,
তোমার প্রেম তাই বারে বারে ফিরে যায় 
সদর দ্বার হতে, না কড়া নাড়িয়ে,
শুন্য হাতে, বুকে নিয়ে 
পুনরায় অসমাপ্ত 
সুপ্ত দহন !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Branch of Lillacs - Henri Matisse