ওই পৃথিবীর কিনারায় এক টুকরো জমির মাঝে
কি আজ ও বিদ্যমান আছে মম স্বপ্নের
বাসভূমি, আজ ও কি কোকিল
ডাকে সন্ধ্যার নীরব
রাগে, ঝরা
শিমুল
ফুলের বুকে কি আজ ও লেখা আছে উন্মুক্ত - -
আকাশের যাযাবর মেঘের কাহিনী,
পুকুর পারের সেই একাকী
পিয়াল গাছে আজ ও
কি ফুলের গুচ্ছ
ধরে, নিয়ে
বহু মঞ্জরিত গুন গুন, সুদুর মাঠ পেরিয়ে আজ ও
কি ভেসে যায় ভাঙ্গা কন্ঠের সেই ব্যথা
ভরা লালনের গান, আজ ও কি
তুলসী তলে প্রদীপ জ্বলে
আজানের সুরে,
তুমি কি
আজ ও বসে থাক উঠোনের গায়ে নিয়ে হৃদয়ে
অন্তহীন প্রতীক্ষা - -
* *
- শান্তনু সান্যালhttp://sanyalsplanet.blogspot.com/
Junk Ship Chinese Painting
কি আজ ও বিদ্যমান আছে মম স্বপ্নের
বাসভূমি, আজ ও কি কোকিল
ডাকে সন্ধ্যার নীরব
রাগে, ঝরা
শিমুল
ফুলের বুকে কি আজ ও লেখা আছে উন্মুক্ত - -
আকাশের যাযাবর মেঘের কাহিনী,
পুকুর পারের সেই একাকী
পিয়াল গাছে আজ ও
কি ফুলের গুচ্ছ
ধরে, নিয়ে
বহু মঞ্জরিত গুন গুন, সুদুর মাঠ পেরিয়ে আজ ও
কি ভেসে যায় ভাঙ্গা কন্ঠের সেই ব্যথা
ভরা লালনের গান, আজ ও কি
তুলসী তলে প্রদীপ জ্বলে
আজানের সুরে,
তুমি কি
আজ ও বসে থাক উঠোনের গায়ে নিয়ে হৃদয়ে
অন্তহীন প্রতীক্ষা - -
* *
- শান্তনু সান্যালhttp://sanyalsplanet.blogspot.com/
Junk Ship Chinese Painting