শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

মহানায়ক - -

অনেকই দ্বিচরিত ভাবে করে যায় উদ্বর্তন,
ক্ষতি বলতে কিছুই নাই, অবশ্যই সেটা
ব্যক্তিগত ব্যাপার, সবাই যখন
বেঁচে থাকার জন্য কিছুই
করতে পারে, তা
হলে আমি
অথবা তুমি কি অন্য উপগ্রহের প্রাণী ! - -
কিছু মুখোশ পুরাতন, কিছু হয় 'ত
আছে অত্যাধুনিক, আবার
অনেকই ব্যবহৃত,
শুধুই রং
রোগন করে, নব নাটকের জন্য পুনরায়
প্রস্তুত, দর্শকের দীর্ঘা কোনো দিনই
হয় না ফাঁকা, অষ্টম প্রহর
রয়েছে চাহিদা, কি
ভাবে ফেলবে
মোহপাশ
সেটাই হলো আসল কৌশল, মহানগরের
বিস্তৃত রঙ্গভূমি সদাই জন  অরণ্যে
ভরা, প্রশ্ন হলো একটাই, যে
কে কত বড় ছদ্মবেশী
এই জগতে ?

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
8e337da9233f6d932dbb800aac6ddbcd[1]