মনের গভীরতায়, নীলোত্পল জেগে উঠে
সহস্ত্র পরাগ নিয়ে কুসুমিত আকুল নিশ্বাসে,
নাভির বাহিরে সৃষ্টি করে এক অন্য জগত,
ব্যাকুল হরিণ ধেয়ে যায়, অবিরাম প্রবাসে,
অশেষ তৃষা বুকে লয়ে, এখনো জেগে আছো,
নিজেকে উজাড় করে কেউ অমন ভালবাসে,
চাঁদের রুপালি বন্যা, ভিজে যায় দেহ প্রাণ,
নিমিষে কিন্তু আঁধার নামে অসময়ের গ্রাসে,
অফুরন্ত ঢেউ নিয়ে ছিলেম তটিনীর সম্মুখে,
বিলীনতা পরে ছিল মহাশুন্যতা আসেপাসে,
স্বপ্ন কিংবা কুয়াশা, ছুঁয়েছি বোধ হয় আমি,
এই মধুর ক্ষণে আজ থাক, ভাবব অবকাশে,
নয়নের স্পর্শে লিখো, কিছু নব কাব্য রচনা,
কে যেন এঁকে গেছে মায়াবী ছবি নীলাকাশে,
মাটির চন্দন মেখেছি, গভীরতম অন্তঃস্থলে,
পৃথিবী জুড়ে মাটি, তবু তারা কেন যে হাসে,
পলাশময় নাহি জীবন, দেখা হবে মধুমাসে ।
- - শান্তনু সান্যাল